একাকীত্ব ও নির্জনতাই আমার বন্ধু: এআর রহমান


Janobani

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১১:০৪ পূর্বাহ্ন, ২৩শে আগস্ট ২০২৩


একাকীত্ব ও নির্জনতাই আমার বন্ধু: এআর রহমান
এআর রহমান

উপমহাদেশের জনপ্রিয় সংগীতশিল্পী এআর রহমান জানিয়েছেন তার কোনো বন্ধু নেই! যারা তার সঙ্গে কাজ করেন, তারাই তার বন্ধু। তবে আলাদা করে তার আর কোনো বন্ধু নেই।


সম্প্রতি এক সাক্ষাৎকারে তাকে জিজ্ঞাসা করা হয়েছিল, কারা তার বন্ধু? জবাবে তিনি বলেন, “বিষয়টি এরকম দাঁড়াবে- যিনি আমার গাড়ি চালান, তিনিই আমার সবচেয়ে কাছের বন্ধু। যারা আমার সঙ্গে কাজ করেন, তাদেরই আমি বন্ধু বলে মনে করি। কিন্তু আমার কোনো বন্ধুই চিরস্থায়ী নন।”


আরও পড়ুন: নতুন লুকে বুবলী


আন্তর্জাতিক মানের খ্যাতিসম্পন্ন এ সংগীত পরিচালক বলেন, “আমি কাউকেই বলি না চিরকাল আমার সঙ্গে থেকে যেতে। আমি তাদের বলি নিজের মতো জীবন কাটাতে, এগিয়ে যেতে। আর সেই কারণেই এমন কেউ নেই, যাকে আমি আমার বন্ধু বলতে পারি।”


তিনি বলেন, “আমার নিঃসঙ্গতা, আমার একাকীত্ব ও নির্জনতাই আমার বন্ধু।”


আরও পড়ুন: ‘প্রিয়তমা’র সাফল্যে পরিচালককে গাড়ি উপহার দিলেন প্রযোজক


ভারতীয় চলচ্চিত্রের সংগীতকে আন্তর্জাতিক মহলে সব চেয়ে বেশি জনপ্রিয় করে তোলার পিছনে এআর রহমানের ভূমিকা আছে নিঃসন্দেহে। ভারতের সংগীত পরিচালকদের মধ্যে বর্তমানে আন্তর্জাতিক স্তরে সবচেয়ে খ্যাতিসম্পন্নও তিনি।


জেবি/এসবি