খেলা দেখতে গিয়ে পদদলিত হয়ে প্রাণ গেল ১২ জনের


Janobani

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১০:২৫ পূর্বাহ্ন, ২৬শে আগস্ট ২০২৩


খেলা দেখতে গিয়ে পদদলিত হয়ে প্রাণ গেল ১২ জনের
ছবি: সংগৃহীত

পূর্ব আফ্রিকার দেশ মাদাগাস্কারের জাতীয় স্টেডিয়ামে প্রবেশের সময় পদদলিত হয়ে অন্তত ১২ জনের প্রাণহানি হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৮০ জন । স্থানীয় সময় শুক্রবার (২৫ আগস্ট) এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।


কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। 


প্রতিবেদনে বলা হয়, বারিয়া নামের স্টেডিয়ামটিতে ইন্ডিয়ান ওশান আইল্যান্ড গেমসের উদ্বোধনী অনুষ্ঠান দেখতে প্রায় ৫০ হাজারের বেশি দর্শক জড়ো হয়েছিল।


আরও পড়ূন: কোচবিহার সীমান্তে বাংলাদেশিসহ ২ পাচারকারী আটক


রেডক্রস কর্মকর্তা জানিয়েছেন, স্টেডিয়ামের প্রবেশপথে মাত্রাতিরিক্ত ভিড় ছিল। তৈরি হয় চরম বিশৃংখলা-অরাজকতা। হুড়োহুড়িতে পায়ের নিচে চাপা পড়ে অনেকে। সেসময় উপস্থিত ছিলেন দেশটির প্রেসিডেন্ট অ্যান্ড্রি রেজোলিনাও। ট্রাজিক ঘটনা আখ্যা দিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।


আরও পড়ূন: উত্তরপ্রদেশে ২ মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩


গত ১৯৭৭ সালে শুরু হওয়া ওশেন আইল্যান্ড গেইমস অনুষ্ঠিত হয় প্রতি চার বছর পরপর। এর আগেও একই স্টেডিয়ামে একাধিকবার পায়ের নিচে চাপা পড়ে মৃত্যুর ঘটনা হয়েছে। ২০১৯ সালে পদদলিত হয়ে প্রাণ যায় ১৫ জনের।


জেবি/এসবি