সৌদিতে সন্তান স্কুল ফাঁকি দিলে বাবা-মায়ের জেল!
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৭:১৯ অপরাহ্ন, ২৬শে আগস্ট ২০২৩
সন্তান স্কুলে না গেলে হাজতবাসের মতো সাজা হতে পারে বাবা-মায়ের। এমনটাই ঘোষণা দিয়েছে সৌদি আরবের শিক্ষা মন্ত্রণালয়।
শবিবার (২৬ আগস্ট) গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়, কোনো শিক্ষার্থী ৩ দিন অনুপস্থিত থাকলে প্রাথমিক সতর্কতা জারি হবে। তাকে কাউন্সিলরের কাছে পাঠানো হবে। পাঁচ দিন অনুপস্থিত থাকলে দ্বিতীয় দফায় সতর্কতা জারি হবে। অভিভাবককে এ ব্যাপারে জানানো হবে। যদি কোনও শিক্ষার্থী ২০ দিন স্কুলে অনুপস্থিত থাকে, তাহলে পাবলিক প্রসিকিউশন অফিস বিষয়টি তার অভিভাবকদের জানাবেন। পরে বিষয়টি নিয়ে তদন্তও করবে এ অফিস।
আরও পড়ুন: ভারতে ট্রেনে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ১০
এ ব্যাপারে অভিভাবকদের গাফিলতি পাওয়া গেলে পাবলিক প্রসিকিউশন অফিস ফৌজদারি আদালতে মামলা করতে পারবে। আদালত তদন্ত সাপেক্ষে অভিভাবকদের একটি নির্দিষ্ট সময় পর্যন্ত কারাগারে পাঠানোর নির্দেশ দিতে পারবেন।
আরও পড়ুন: চাঁদে অবতরণ স্থলের নাম রাখলেন প্রধানমন্ত্রী মোদী
আর অনুপস্থিতি ২০ দিনের বেশি দিন হলে এ ব্যাপারে শিক্ষা বিভাগ শিশু সুরক্ষা আইন প্রয়োগ করবে। সে ক্ষেত্রে অভিভাবকদের হাজতবাসও হতে পারে। মূলত শিশুর যত্ন নেওয়ার ক্ষেত্রে অবহেলার কারণে তাদের এ শাস্তি ভোগ করতে হতে পারে।
জেবি/এসবি