কাটিগড়ায় অপহৃত সন্তান সহ গৃহবধূ উদ্ধার, ভিনধর্মী যুবক গ্রেফতার


Janobani

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১১:০০ পূর্বাহ্ন, ৩০শে আগস্ট ২০২৩


কাটিগড়ায় অপহৃত সন্তান সহ গৃহবধূ উদ্ধার, ভিনধর্মী যুবক গ্রেফতার
বাবুল আহমেদ

ভিনধর্মের যুবকের হাতে অপহৃত সন্তান সহ গৃহবধূকে উদ্ধার করল পুলিশ। সোমবার ( ২৮ আগস্ট ) এক ভিনধর্মী যুবক গৃহবধূ ও সন্তানকে অপহরণ করে। 


স্বামীর মামলার পরিপ্রেক্ষিতে মঙ্গলবার (২৯ আগস্ট ) পুলিশ অভিযানে নেমে উদ্ধার করে সন্তান  ও গৃহবধূকে। গ্রেফতার করা হয় অপহরণকারীকে ও। ঘটনাটি আসামের কাছাড়জেলার কাটিগড়া বিধানসভা কেন্দ্রের চন্ডীনগর ২য় খন্ডের। 


জানা যায়, মঙ্গলবার ( ২৯ আগস্ট ) স্থানীয় বাবুল আহমেদ ওরফে বুলিকে অভিযুক্ত করে গৃহবধূর স্বামী সুজিত নমঃ শূদ্র। কাটিগড়া থানায় একটি মামলা দায়ের করেন। মামলার বিবরণ অনুযায়ী বাবুল সোমবার (২৮ আগস্ট)সুজিতের স্ত্রী স্থানীয় এক শিববাড়িতে যাবার পথে কোলের সন্তান সহ তাকে অপহরণ করে নিয়ে যায়। 


এদিকে মামলা হতে পেয়ে দলবল নিয়ে তদন্তে নামেন কাটিগড়া ওসি জোসেফ কেইভম। তিনি  অভিযুক্ত অপহরণকারী বাবুলকে গ্রেফতার করেন এবং সুজিতের স্ত্রী ও সন্তানকে উদ্ধার  করতে সক্ষম হন। তবে এ সন্তানকে উদ্ধার করতে সক্ষম হন। এনিয়ে এলাকায়  চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।


আরএক্স/