ওটিটিতে ‘অশ্লীলতা’ নিয়ে মুখ খুললেন তমা মির্জা


Janobani

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০১:০২ অপরাহ্ন, ৩১শে আগস্ট ২০২৩


ওটিটিতে ‘অশ্লীলতা’ নিয়ে মুখ খুললেন তমা মির্জা
তমা মির্জা

বর্তমান সময়ে হলে না গিয়ে ঘরে বসেই ওটিটি প্ল্যাটফর্মে সিরিজ বা সিনেমা দেখেন বেশিরভাগ দর্শক। এদিকে, দেশীয় ওটিটিগুলোতে এখন অশ্লীল দৃশ্য দেখানো হচ্ছে বলে অনেকের রয়েছে অভিযোগ।


তবে এর ভিন্ন মত পোষণ করেছেন ঢালিউডের চিত্রনায়িকা তমা মির্জা। তিনি জানান, মূলত গল্পের প্রয়োজনে যেটা যতটুকু দরকার, ততটুকুই স্ক্রিনে রাখা হয়।


তমা বলেন, “আমরা সব সময় আক্ষেপ করেছি আমাদের কাজগুলো ইন্টারন্যাশনাল লেভেলের কেন হয় না, এ নিয়ে। এখন বিদেশি দর্শকদের কথা মাথায় রেখেই আমাদের ওটিটিতে কাজ হচ্ছে। আবার সেখানে আমাদের দেশীয় গল্পও তুলে ধরা হচ্ছে।”


আরও পড়ুন: ফখরুল ইসলামের সঙ্গে গাইলেন নাজু আকন্দ


তিনি আরও বলেন, “আসলে কোনটা অশ্লীল বা অশালীন, এটা যার যার দৃষ্টিভঙ্গির ওপর নির্ভর করে। চরিত্রে আর গল্পের খাতিরে আমাদের যতটুকু করতে হয় আমরা করি। দর্শকদেরও উচিত বিষয়গুলোকে গল্পের আনুসাঙ্গিক বিষয় হিসাবেই দেখা।”


আরও পড়ুন: প্রথমবার অভিনয়ে নির্মাতা ফারুকী


প্রসঙ্গত, গেল ঈদুল আজহায় মুক্তিপ্রাপ্ত ‘সুড়ঙ্গ’ সিনেমায় ‘ময়না’ চরিত্রে অভিনয় করে ফের আলোচনায় আসেন তমা। এই সিনেমায় তার বিপরীতে নায়ক চরিত্রে ছিলেন আফরান নিশো।


জেবি/এসবি