নায়কহীন চলচ্চিত্রে দীঘি


Janobani

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৩:৪৬ অপরাহ্ন, ৩১শে আগস্ট ২০২৩


নায়কহীন চলচ্চিত্রে দীঘি
প্রার্থনা ফারদিন দীঘি

তরুণ প্রজন্মের চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘি। সম্প্রতি  ‘দেয়াল’ নামে নতুন এক সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন। ইতোমধ্যেই তিনি হয়েছেন চুক্তিবদ্ধ।


চলতি বছরের নভেম্বরে এই চলচ্চিত্রের শুটিংয়ে অংশ নেবেন তিনি। তবে এই চলচ্চিত্রে নায়কহীন তিনি। তার বিপরীতে কোনও  নায়ককে দেখা যাবে না। মূলত গল্পটাই এমন, যেখানে নায়কের প্রয়োজনও নেই।


আরও পড়ুন: নতুন লুকে নগর বাউল, ছবি ভাইরাল


সিনেমা প্রসঙ্গে গণমাধ্যমে দীঘি বলেন, “সিনেমাটি নিয়ে বেশ কিছুদিন ধরে আলাপ-আলোচনা চলছিল। শুরুতে কাজটা করা নিয়ে কিছুটা দ্বিধা-দ্বন্দ্বেও ছিলাম। কিন্তু পরে ভাবলাম, গল্পে যেহেতু চ্যালেঞ্জ আছে, আমি চ্যালেঞ্জটা নিতে চাই। নিজেকে অন্য রকমভাবে পর্দায় উপস্থাপনেরও একটা লোভ ছিল। ভাবলাম, জীবনে নতুন অভিজ্ঞতার সঙ্গে পরিচিত হই। তাই রাজি হয়েছি।”


আরও পড়ুন: ওটিটিতে ‘অশ্লীলতা’ নিয়ে মুখ খুললেন তমা মির্জা


তিনি আরও বলেন, “এ ধরনের গল্পে কিন্তু আমাদের এখানে কাজ খুব একটা হয় না। গল্প সম্পর্কে এখনই কিছু বলা যাচ্ছে না, তাই এর বেশি আর কিছু জানাতে পারছি না। এখন আমি চরিত্রটির জন্য নিজেকে প্রতিনিয়ত প্রস্তুত করছি।”


জেবি/এসবি