তাবলিগ জামাতে অভিনেতা ‘কাবিলা’


Janobani

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৮:০৩ অপরাহ্ন, ৩১শে আগস্ট ২০২৩


তাবলিগ জামাতে অভিনেতা ‘কাবিলা’
জিয়াউল হক পলাশ

‘কাবিলা’ খ্যাত এ প্রজন্মের জনপ্রিয় অভিনেতা জিয়াউল হক পলাশ। অভিনয়ের পাশিপাশি ‘ডাকবাক্স ফাউন্ডেশন’ নামের একটি সংগঠনও পরিচালনা করেন তিনি।


‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকে অভিনয়ের মাধ্যমে তুমুল জনপ্রিয়তা লাভ করা এই অভিনেতা হঠাৎ করেই কিছুদিন ধরে সবার আড়ালে ছিলেন। জানা গেছে, তিনি কয়েক দিন আগে তিন দিনের জন্য তাবলিগ জামাতে গিয়েছিলেন।


পলাশ ছোট বেলা থেকেই তাবলিগ জামাতে যান। এর মধ্যে অনেক দিন দূরে ছিলেন। গত বৃহস্পতিবার (২৪ আগস্ট) তিনি তাবলিগ জামাতে যান।


আরও পড়ুন: কোনও অপমানই এখন আর আমার গায়ে লাগে না: চঞ্চল চৌধুরী


এদিকে সোশ্যাল মিডিয়ায় জিয়াউল হক পলাশের মসজিদের ভেতর ধর্মীয় গ্রন্থ পাঠ করার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। এতে দেখা যায়, তিনি বক্তব্য দিচ্ছেন, সামনে মুসল্লিরা বসে তা মনোযোগ দিয়ে শুনছেন।


আরও পড়ুন: নায়কহীন চলচ্চিত্রে দীঘি


বৃহস্পতিবার (৩১ আগস্ট) সংবাদমাধ্যমকে তাবলিগের ভাইরাল হওয়া ছবি-ভিডিওর বিষয়টি নিশ্চিত করেছেন পলাশ।


প্রসঙ্গত, অভিনয়ের পাশাপাশি নির্মাণের সঙ্গে যুক্ত রয়েছেন জিয়াউল হক পলাশ। আসন্ন দিনগুলোতে নতুন কিছু দেখার অপেক্ষায় রয়েছে দর্শক।


জেবি/এসবি