গৃহবধূর পরকীয়া: চুল কেটে নিল শ্বশুরবাড়ির সদস্যরা!


Janobani

সুজন চক্রবর্তী, আসাম (ভারত)

প্রকাশ: ১০:৩৮ পূর্বাহ্ন, ৩রা সেপ্টেম্বর ২০২৩


গৃহবধূর পরকীয়া: চুল কেটে নিল শ্বশুরবাড়ির সদস্যরা!
ছবি: সংগৃহীত

পরকীয়া সম্পর্কে জড়িয়েছেন বধূ, এমনই দাবি তাঁর শ্বশুরবাড়ির সদস্যদের। সবক" শেখাতে তাঁকে মারধর করে কেটে নেওয়া হল চুল। মধ‍্যযুগীয় বর্বরতার সাক্ষী ভারতের পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুরের করণাদিঘি থানার কাপাচন্ডী গ্রাম। 


আহত মহিলাকে রায়গঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আক্রান্ত মহিলার অভিযোগ, "প্রমাণ ছাড়াই পরিকল্পিতভাবে আমাকে মারধর করে চুল কেটে সামাজিক সম্মান নষ্ট করা হয়। 


শ্বশুরবাড়ির সদস্যরা এসব করেছে। জোর করে ঘরে ঢুকে নগদ ৫০ হাজার টাকা সহ ২ ভরি সোনা ও ৩০ ভরি রুপোর গয়না লুট করা হয়। ঘরের যাবতীয় আসবাবপত্র ও লুট করা হয়েছে।" মারধর করে চুল কেটে নেওয়ার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। 


এ ঘটনায় কথা জানিয়ে করণাদিঘি থানায় অভিযোগ দায়ের করেন নির্যাতিতার স্বামী। মানসিকভাবে ভেঙে পড়েছেন তিনি। অসুস্থ ওই মহিলাকে রায়গঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।


আরএক্স/