প্লাস্টিক সার্জারি করে প্রাণ হারালেন জনপ্রিয় অভিনেত্রী
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১২:১৫ অপরাহ্ন, ৩রা সেপ্টেম্বর ২০২৩
প্লাস্টিক সার্জারি করিয়ে প্রাণ হারালেন আর্জেন্টিনার জনপ্রিয় মডেল ও অভিনেত্রী সিলভিনা লুনা। মৃত্যুকালে তার বয়স ছিল ৪৩ বছর।
জানা গেছে, কয়েক বছর আগে প্লাস্টিক সার্জারি করেন এ অভিনেত্রী। এর পরে শরীরের বিভিন্ন সমস্যা দেখা দেওয়া শুরু হয়। তবেসবচেয়ে বেশি ছিল কিডনিতে সমস্যা। যা গেলবছর থেকে চরম আকার ধারন করে। লুনার দুটি কিডনিই বিকল হয়ে যায়। বেশ কিছুদিন ধরে তাকে হাসপাতালে কড়া পর্যবেক্ষণে রেখেছিলেন চিকিৎসকরা।
চিকিৎসকরা তাকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করেছিলেন কিন্তু কোনও ভাবেই তা সম্ভব হয়নি। লাইফ সাপোর্টে চলে গেলে এ অভিনেত্রীর বাঁচার আর কোনো আশাই ছিল না।
আরও পড়ুন: বাংলাদেশের ডিরেক্টররা আমাকে নিয়ে ভাবেন কম: নুসরাত ফারিয়া
এদিকে, লুনার অকাল মৃত্যুতে শোকস্তব্ধ তার অনুরাগীরা। আর্জেন্টিনার চলচ্চিত্র জগতের অনেকে শোকপ্রকাশ করেছেন। লুনার প্লাস্টিক সার্জারি করা চিকিৎসকের বিরুদ্ধে অনেকে ক্ষোভ প্রকাশ করেছেন।
আরও পড়ুন: নেচেছি, কোনো আইটেম গানে হাজির হইনি: ভাবনা
শোনা যায়, শুধু লুনা নন, ওই চিকিৎসকের ভুল চিকিৎসার জেরে অনেকেই ভুক্তভোগী হয়েছেন। একাধিক মামলা আছে তার বিরুদ্ধে। এমন মানুষের উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছেন লুনার অনুরাগীরা। সূত্র: সংবাদ প্রতিদিন
জেবি/এসবি