দেশে ‘জওয়ান’ মুক্তি দিলেই আন্দোলন: ঝন্টু


Janobani

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৭:২০ অপরাহ্ন, ৩রা সেপ্টেম্বর ২০২৩


দেশে ‘জওয়ান’ মুক্তি দিলেই আন্দোলন: ঝন্টু
দেলোয়ার জাহান ঝন্টু।

বলিউড বাদশাহ শাহরুখ খানের অভিনীত ‘জওয়ান’ সিনেমা আগামী বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) বিশ্বব্যাপী মুক্তি পেতে যাচ্ছে। একই দিনে বাংলাদেশেও ছবিটি মুক্তি দেওয়ার চেষ্টা চলছে। এরই মধ্যে দেশের সেন্সর বোর্ডে জমা পড়েছে সিনেমাটি।


তবে কোনোভাবেই জওয়ান মুক্তি দিতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিলেন পরিচালক দেলোয়ার জাহান ঝন্টু।


রবিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে গণমাধ্যমকে তিনি বলেন, ‘জওয়ান’ মুক্তি দেওয়া হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। বঙ্গবন্ধু বারণ করেছেন হিন্দি সিনেমাকে। সেটা কিভাবে মুক্তি পাচ্ছে। তারপরেও নিয়ম ভেঙে?


এদিকে এই বিষয়টি নিয়ে এদিন  বিকেল ৫টায় এফডিসিতে সংবাদ সম্মেলন আহ্বান করেছেন দেলোয়ার জাহান ঝন্টু।


আরও পড়ুন: ‘টাইগার ৩’কবে মুক্তি পাবে, জানালেন সালমান


প্রযোজক সমিতির অলিখিত নিয়ম অনুযায়ী, সাধারণত বাংলাদেশে সিনেমা মুক্তি পায় সপ্তাহের প্রথম দিন, শুক্রবার। তাই বৃহস্পতিবার মুক্তি নিয়ে জটিলতা তৈরি হয়েছে। ৭ সেপ্টেম্বর না হয়ে প্রযোজক সমিতির নিয়ম মেনে বাংলাদেশে যদি পরদিন ৮ সেপ্টেম্বরও ‘জওয়ান’ মুক্তি দেওয়ার সিদ্ধান্ত হয়, সেখানেও রয়েছে জটিলতা। প্রযোজক সমিতির অলিখিত নিয়ম অনুযায়ী, ঈদ ছাড়া একই সপ্তাহে দুটির বেশি সিনেমা মুক্তি দেওয়ার সুযোগ নেই।


পরিবেশক সমিতির তথ্য অনুসারে, ৮ সেপ্টেম্বর মুক্তির তালিকায় আছে দুটি বাংলা সিনেমা। একটি দেলোয়ার জাহান ঝন্টুর ‘সুজন মাঝি’, আরেকটি মুশফিকুর রহমান গুলজারের ‘দুঃসাহসী খোকা’। 


আরও পড়ুন: প্লাস্টিক সার্জারি করে প্রাণ হারালেন জনপ্রিয় অভিনেত্রী


প্রযোজক সমিতির নিয়মে একই সপ্তাহে দুটির বেশি সিনেমা মুক্তি দেওয়ার সুযোগ নেই। সে হিসেবে দেলোয়ার জাহান ঝন্টু ও পরিচালক মুশফিকুর রহমান গুলজার আবেদন করেছিলেন। ঝন্টুর ‘সুজন মাঝি’ ও মুশফিকুর রহমান গুলজারের ‘দুঃসাহসী খোকা’ সিনেমা মুক্তি পাবে আগামী ৮ সেপ্টেম্বর।


এই সপ্তাহে আর কোনো সিনেমা আসার সুযোগ নেই।


দেলোয়ার জাহান ঝন্টু বলেন, যদি কোনোভাবে মন্ত্রণালয় জওয়ান মুক্তির অনুমতি দেয়, তাহলে আমরা পথে নামব, আন্দোলন করা ছাড়া আমাদের উপায় থাকবে না।


জেবি/এসবি