উত্তরপ্রদেশে সড়ক দুর্ঘটনায় নিহত ৪
সুজন চক্রবর্তী, আসাম (ভারত)
প্রকাশ: ১০:১১ পূর্বাহ্ন, ৪ঠা সেপ্টেম্বর ২০২৩
ভারতের উত্তরপ্রদেশের পিলিভীতে পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৪ জনের। ২ জনের অবস্থা আশংকাজনক।
পুলিশ জানিয়েছে, লখনউ খাদ্রার বাসিন্দা আব্দুল্লাহ (২৫) একটি অল্টো গাড়িতে তার পরিবারের সাথে শনিবার ( ২ সেপ্টেম্বর ) রাত ১১ টায় নৈনিতালের উদ্দেশ্যে রওনা দিয়েছিল।
রবিবার (৩ সেপ্টেম্বর) ভোর রাতে খুতার হাইওয়ের গাড়ওয়াখেদার কাছে একটি দাঁড়িয়ে থাকা পিক আপ ভ্যানকে তার গাড়িটি ধাক্কা মারে।
দুর্ঘটনায় আব্দুল্লাহ, তার স্ত্রী সায়মা(২০), নাসিম (২৯), মরিয়ম (১৮) এবং ৮ মাসের শিশু ঘটনাস্থলেই মারা যায়। দুর্ঘটনায় গাড়িতে থাকা আরও ২ জন গুরুতর আহত হন।
পুলিশ জানিয়েছে, আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।
আরএক্স/