জ্যান্ত মাছ দিয়ে বুক ঢাকলেন উরফি


Janobani

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১২:৪৫ অপরাহ্ন, ৪ঠা সেপ্টেম্বর ২০২৩


জ্যান্ত মাছ দিয়ে বুক ঢাকলেন উরফি
উরফি জাভেদ । ছবি: ইনস্টাগ্রাম

উরফি জাভেদ মানেই বিতর্কের শেষ নেই। উদ্ভট পোশাক পরিধানের কারণের জন্যই বিতর্কিত হন তিনি। এবার অন্য রকম পোশাকে দেখা গেল তাকে। 


সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় নতুন একটি ভিডিও প্রকাশ করলেন। যেখানে তাকে দেখা গেছে, জ্যান্ত মাছ প্লাস্টিকে পুরে পোশাক বানিয়ে স্তনযুগল ঢেকেছেন তিনি। যা দেখে বোঝা দায় এটা বিকিনি নাকি অ্যাকোরিয়াম!


আর সেই ভিডিও দেখে অনেকে খেপেছেন। মাছগুলোকে এভাবে কষ্ট দেওয়া নেটাগরিকরা মেনে নিতে পারছেন না।


আরও পড়ুন: ‘অশ্লীল’ চরিত্রে অভিনয় প্রসঙ্গে মুখ খুললেন তানজিকা


এ সবের মধ্যে উরফি মেজাজ অবশ্য সদা ফুরফুরে। কে তাকে নিয়ে কী বলল, তার কিছুই আসে-যায় না। মাথায় নিত্য নতুন ফন্দি ঘুরছে শুধু। কাল কী পরবেন, পরশুই বা কী দিয়ে চমকাবেন? কারণ, পোশাক মানেই তার কাছে মজা।


আরও পড়ুন: কিংবদন্তী গীতিকার গাজী মাজহারুল আনোয়ারের প্রথম মৃত্যুবার্ষিকী আজ


গত ২০২১ সালে 'বিগ বস ওটিটি'-তে অংশগ্রহণ করেন উরফি। সেই রিয়্যালিটি শোয়ের হাত ধরেই প্রথম জনপ্রিয়তার স্বাদ পান তিনি। তবে সেসব এখন অতীত। এখন উদ্ভট পোশাক পরে ক্যামেরার সামনে পোজ দেওয়াকেই নিজের পেশা বানিয়ে ফেলেছেন উরফি।


জেবি/এসবি