১৩৮ কোটি ডলার আয় করে ‘বার্বি’র রেকর্ড


Janobani

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৭:৫৮ অপরাহ্ন, ৪ঠা সেপ্টেম্বর ২০২৩


১৩৮ কোটি ডলার আয় করে ‘বার্বি’র রেকর্ড
ছবি: সংগৃহীত

‘সুপার মারিও ব্রোস’ সিনেমাকে পেছনে ফেলে বছরের সেরা আয় করা সিনেমার খেতাব নিজের দখলে নিল ‘বার্বি’।  কল্পনার গোলাপি পুতুলকে বাস্তবে রূপ দেওয়া ছবিটি এখন পর্যন্ত বিশ্বজুড়ে আয় করেছে ১৩৮ কোটি ডলার।


আর এর মাধ্যমে আয়ের দিক দিয়ে সুপার মারিও ব্রোসকে টপকিয়ে গেছে সিনেমাটি। সুপার মারিও ব্রোস আয় করেছে ১৩৬ কোটি ডলার। 


বার্বির সহায়তায় মার্কিন গ্রীষ্মকালীন বক্স অফিস চারশ' কোটি ডলারের ঘরে পৌঁছেছে। করোনার পর থেকে এটাই হলিউড ইন্ডাস্ট্রির সর্বোচ্চ আয়। 


আরও পড়ুন: জ্যান্ত মাছ দিয়ে বুক ঢাকলেন উরফি


হলিউডের বাণিজ্য বিশ্লেষকরা ধারণা ছিল, সুপার মারিও ব্রোস হবে এ বছরের সবচেয়ে বেশি আয় করা সিনেমা। তবে গ্রেটা জেরউইং পরিচালিত বার্বি সেই ধারণা ভুল প্রমাণ করেছে। 


আরও পড়ুন: ‘অশ্লীল’ চরিত্রে অভিনয় প্রসঙ্গে মুখ খুললেন তানজিকা


বার্বির সাথে একই সময়ে মুক্তি পাওয়া ক্রিস্টোফার নোলানের ছবি ওপেনহেইমার এখন পর্যন্ত আয় করেছে ৮৫৩ মিলিয়ন ডলার।  আর চলতি বছরের সিনেমা গার্ডিয়ান অব দ্য গ্যালাক্সির আয় ৮৪৬ মিলিয়ন ডলার। সূত্র: বিবিসি


জেবি/এসবি