বাবার হাতে ছেলে খুন!
সুজন চক্রবর্তী, আসাম (ভারত)
প্রকাশ: ০৩:৫১ অপরাহ্ন, ৫ই সেপ্টেম্বর ২০২৩
জমি নিয়ে পারিবারিক বিবাদের জেরে বাবার হাতে খুন হল ছেলে।
সোমবার (৪ সেপ্টেম্বর) রাতে ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরবঙ্গের রাজগঞ্জ ব্লকের গজলডোবা সংলগ্ন মিলনপল্লীর দুধিয়া গ্রামে। মৃত যুবকের নাম বিলাস মন্ডল (৩২)।
এই ঘটনায় অভিযুক্ত বাবা বাসুদেব মন্ডল (৬০), সৎমা সহ ৫ জনকে আটক করেছে মিলনপল্লী ফাঁড়ির পুলিশ। জানা যায়, বেশকিছু দিন ধরেই পারিবারিক জমি নিয়ে বিবাদ চলছিল।
সোমবার (৪ সেপ্টেম্বর) সেই বিবাদ চরম মাত্রায় পৌঁছালে বাবা রাগের মাথায় ছেলেকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। গুরুতর আহত অবস্থায় যুবককে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে।
এই ঘটনায় অভিযুক্ত বাবা বাসুদেব মন্ডল, সৎমা সহ ৫ জনকে আটক করেছে মিলনপল্লী ফাঁড়ির পুলিশ।
সোমবার (৪ সেপ্টেম্বর ) রাতে এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়ে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
আরএক্স/