ক্রিকেটকে বিদায় জানালেন রস টেইলর


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৫ পিএম, ২২শে সেপ্টেম্বর ২০২২


ক্রিকেটকে বিদায় জানালেন রস টেইলর

স্পোর্টস ডেস্ক: আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন রস টেইলর। ঘরের মাঠে টেস্ট অধ্যায় শেষ হবে বাংলাদেশের বিরুদ্ধে দুই ম্যাচের টেস্ট সিরিজ দিয়ে। এরপর ফেব্রুয়ারিতে অস্ট্রেলিয়া ও মার্চে নেদারল্যান্ডসের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেবেন ৩৭ বছর বয়সী এ ব্যাটসম্যান। টেইলর এখন পর্যন্ত ১১০টি টেস্ট খেলেছেন। যেখানে কিউইদের হয়ে তিনি ওয়ানডে ও টেস্ট দুই ফরম্যাটেই সর্বোচ্চ রান সংগ্রাহক।

অবসরের ঘোষণা দিয়ে করা টুইটে টেলর লিখেছেন, ‘চলতি সামার শেষে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিচ্ছি। বাংলাদেশের বিপক্ষে দুই টেস্ট ও পরে অস্ট্রেলিয়া-নেদারল্যান্ডসের বিপক্ষে ছয় ওয়ানডে খেলবো। দীর্ঘ ১৭ বছর ধরে সমর্থনের জন্য আপনাদের ধন্যবাদ। নিজ দেশকে প্রতিনিধিত্ব করতে পারা অনেক গৌরবের।’

উল্লেখ্য, ২০০৬ সালের মার্চে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডের মধ্যদিয়ে নিউজিল্যান্ডের হয়ে অভিষেক হয়েছিল টেইলরের। পরের বছর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টে ক্রিকেটে পা রাখেন তিনি।