থানা থেকে নিখোঁজ মহিলা কনস্টেবল, উদ্ধার সুইসাইড নোট
সুজন চক্রবর্তী, আসাম (ভারত)
প্রকাশ: ০১:৩৬ অপরাহ্ন, ৬ই সেপ্টেম্বর ২০২৩
আসামের গুয়াহাটি পল্টনবাজার থানা থেকে এক মহিলা পুলিশ কনস্টেবল নিখোঁজ হয়েছেন। নিখোঁজ মহিলা কনস্টেবল ব্রক্ষপুত্রের তীরে আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে।
ওই কনস্টেবলের নাম গায়ত্রী হাজরিকা। গায়ত্রী হাজরিকা নগাঁও বরহামপুরের বাসিন্দা। গায়ত্রী শীলসাঁকো উচ্ছেদে কাজ করছিলেন। গায়ত্রী একাধিকবার শীর্ষ আধিকারিককে বলেছিলেন যে তিনি শীলসাঁকোতে তার দায়িত্ব পালন করবেন না। তারপর ও গায়ত্রী হাজরিকাকে উচ্ছেদে নিযুক্ত করা হয়েছিল বলে জানা গেছে।
মঙ্গলবার (৫ সেপ্টেম্বর ) সরাইঘাট ব্রিজ থেকে নির্যাতিতার মোবাইল ফোন উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে গায়ত্রী হাজরিকার নামে একটি সুইসাইড নোট উদ্ধার করা হয়েছে। পুলিশ বতর্মানে ব্রক্ষপুত্র নদে গায়ত্রীর খোঁজ করছে।
আরএক্স/