সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৪ জন নিহত


Janobani

সুজন চক্রবর্তী, আসাম (ভারত)

প্রকাশ: ০১:৫৪ অপরাহ্ন, ৬ই সেপ্টেম্বর ২০২৩


সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৪ জন নিহত
প্রতীকী ছবি

ভারতের রাজস্থানে ভয়াবহ গাড়ি দুর্ঘটনা। গাড়ি ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের ৪ জন নিহত হওয়ার চাঞ্চল্যকর খবর পাওয়া গেছে। 


জানা যায়, মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে রাজস্থানের ভিলওয়ারা জেলায়। 


পুলিশ জানা যায়, গাড়িটি আজমের থেকে উদয়পুরে ফিরছিল। আচমকা গাড়িটির টায়ার ফেটে যায়। তখনই রাস্তার ডিভাইডার টপকে উল্টো দিকের ট্রাকের সামনে চলে আসে। ট্রাকের মুখোমুখি সজোরে ধাক্কা দেওয়ায় একবারে দুমড়ে মুচড়ে যায় গাড়িটির সামনের অংশ। 


পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলেই একই পরিবারের ৪ সদস্যের মৃত্যু হয়েছে। মৃতদের মধ‍্যে এক দম্পতি, তাঁদের ছেলে ও পুত্রবধূ। আহত হয়েছেন গাড়ির চালক ও এক নাবালিকা। 


২ জনেই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এনিয়ে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


আরএক্স/