Logo

ভারত জুড়ে ভোর পাঁচটা থেকে সিনেমা হলে চলছে ‘জওয়ান’

profile picture
জনবাণী ডেস্ক
৭ সেপ্টেম্বর, ২০২৩, ২০:১১
38Shares
ভারত জুড়ে ভোর পাঁচটা থেকে সিনেমা হলে চলছে ‘জওয়ান’
ছবি: সংগৃহীত

‘পাঠান’মুক্তির পর আরও এক বার এই ভিড় প্রমাণ করল, শাহরুখের প্রতি মানুষের নিঃশর্ত ভালবাসা এবং সমর্থনকে।

বিজ্ঞাপন

ভারত জুড়ে মুক্তি পেল শাহরুখের নতুন ছবি ‘জওয়ান’। ভোরের আলো ফুটতে না না ফুটতেই হলে হলে উপচে পড়া ভিড় দর্শকের।

দলে দলে মানুষ সারিবদ্ধ ভাবে প্রেক্ষাগৃহে প্রবেশের দীর্ঘ লাইনে দাঁড়িয়ে। সবার মুখে একটাই স্লোগান, ‘শাহরুখ! শাহরুখ!’এই চিত্র তো অপরিচিত নয়। কিন্তু ভোর পাঁচটায় শহরের কোনও প্রেক্ষাগৃহে এই দৃশ্য নিঃসন্দেহে বিরল।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) ‘জওয়ান’ মুক্তি পর প্রতিটি হল হাউজ ফুল চলছে। মাঝে অতিক্রান্ত ঠিক ২২৫টি দিন। ‘পাঠান’মুক্তির পর আরও এক বার এই ভিড় প্রমাণ করল, শাহরুখের প্রতি মানুষের নিঃশর্ত ভালবাসা এবং সমর্থনকে।

বিজ্ঞাপন

‘জওয়ান’-এর অগ্রিম বুকিং শুরু হওয়ার পর থেকেই প্রথম কয়েক দিনের শো-এর টিকিট বিক্রি প্রায় শেষের দিকে। পরিসংখ্যানের দিক থেকে তা ‘পাঠান’ এর অগ্রিম টিকিট বিক্রিকেও ছাপিয়ে গিয়েছে। 

আরএক্স/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD