আবারও নতুন সিনেমায় জায়েদ-সায়ন্তিকা জুটি


Janobani

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৭:১৬ অপরাহ্ন, ৭ই সেপ্টেম্বর ২০২৩


আবারও নতুন সিনেমায় জায়েদ-সায়ন্তিকা জুটি
ছবি: ফেসবুক থেকে নেওয়া

পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী সায়ন্তিকা ও বাংলাদেশের অভিনেতা জায়েদ খান জুটি বেঁধে ‘ছায়াবাজ’ নামের ছবির শুটিং করছেন।


ছবিটির শুটিং শেষ না হতেই নতুন সিনেমায় নাম লিখেয়েছেন এই জুটি। ‘টাইগার’ নামের এই ছবিটি বানাবেন রোমান। 


বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) ছবিটিতে চুক্তিবদ্ধ হন জায়েদ-সায়ন্তিকা। গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন জায়েদ খান।


আরও পড়ুন: শাকিব খান-বুবলীর সঙ্গে স্কুলে গেল শেহজাদ বীর


তিনি বলেন,  “ছায়াবাজ’ সিনেমার প্রথম লটের শুটিং শেষ করে ঢাকায় ফিরেছি। বিমানবন্দরে বসেই নতুন সিনেমা ‘টাইগার’ এ চুক্তিবদ্ধ হয়েছি। সিনেমাটির গল্প অসাধারণ। ডিসেম্বরের ৫ তারিখ এর দৃশ্যধারণ শুরু হবে। আশা করছি ভালো কিছু হবে।’’


আরও পড়ুন: তেল ছাড়া জাতীয় চলচ্চিত্র পুরস্কার মেলে না: কুমার শানু


এর আগে গেল ৩০ আগস্ট  সকালে সায়ন্তিকা ঢাকা এসে পৌঁছান। তাজু কামরুল পরিচালিত ‘ছায়াবাজ’ সিনেমায় জুটি বেঁধে অভিনয় করছেন জায়েদ-সায়ন্তিকা।  এর আগে সায়ন্তিকাকে ভারত-বাংলাদেশ যৌথ প্রযোজনার সিনেমায় দেখা গিয়েছে। ২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত ‘নকাব’ সিনেমায় শাকিব খানের নায়িকা ছিলেন সায়ন্তিকা।


জেবি/