নিজের বন্দুকের গুলিতে বিএসএফ সদস্যের মৃত্যু
সুজন চক্রবর্তী, আসাম (ভারত)
প্রকাশ: ০২:৫৩ অপরাহ্ন, ৮ই সেপ্টেম্বর ২০২৩
নিজের বন্দুক দিয়ে গুলি করে আত্মহত্যা করলেন এক বিএসএফ সদস্য।
শুক্রবার (৮ সেপ্টেম্বর) ভোরে ভারত-বাংলাদেশ সীমান্তের উত্তরবঙ্গের কোচবিহার জেলার শীতলকুচি ব্লকের গাদোপোতা গ্রামের এই ঘটনা ঘটে।
আরোও পড়ুন: ঘাগড়া সীমান্তে বিএসএফ’র গুলিতে বাংলাদেশী নিহত
মৃতের বিএসএফের নাম এনএস স্বয়ামি। অন্ধপ্রদেশের বাসিন্দা ছিলেন তিনি। বিএসএফ সূত্রে জানা যায়, ভোরে নিজের কাছে থাকা বন্দুক দিয়ে বুকে গুলি করে আত্মহত্যা করেন নিহত এনএস স্বয়ামি। ঘটনার পর সহকর্মীরা তাঁকে উদ্ধার করে দ্রুত শীতলকুচি ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। পারিবারিক অশান্তির জেরেই এমন ঘটনা বলে আশঙ্কা সহকর্মীদের।
পুলিশ সূত্রে জানা যায়, বিএসএফ জওয়ানের মৃতদেহ ময়নাতদন্তের জন্য কোচবিহারে পাঠানো হয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।
আরএক্স/