Logo

আবারও কলকাতার সিনেমায় মিথিলা

profile picture
জনবাণী ডেস্ক
৯ সেপ্টেম্বর, ২০২৩, ২১:২৬
40Shares
আবারও কলকাতার সিনেমায় মিথিলা
ছবি: সংগৃহীত

‘অরণ্যর প্রাচীন প্রবাদ’ নামে সিনেমা বানাচ্ছেন দুলাল দে।

বিজ্ঞাপন

দুই বাংলার জনপ্রিয় রাফিয়াথ রশীদ মিথিলা। নির্মাতা সৃজিত মুখার্জির সঙ্গে বিয়ের কয়েক বছর পর ভারতীয় বাংলা সিনেমায় পা রাখেন তিনি। এরই মধ্যে ওপার বাংলার বেশ কিছু কাজ করেছেন মিথিলা। আবারও কলকাতার নতুন সিনেমায় যুক্ত হলেন এই অভিনেত্রী।

ভারতীয় একটি গণমাধ্যম জানায়, ‘অরণ্যর প্রাচীন প্রবাদ’ নামে সিনেমা বানাচ্ছেন দুলাল দে। এ সিনেমায় অভিনয় করবেন মিথিলা। সিনেমাটির গল্প এগিয়েছে গোয়েন্দা অরণ্য চ্যাটার্জির কর্মকাণ্ডকে কেন্দ্র করে।

বিজ্ঞাপন

এ সিনেমায় নার্সের চরিত্রে অভিনয় করবেন মিথিলা। সিনেমাটিতে মিথিলাকে নেওয়ার কারণ ব্যাখ্যা করে পরিচালক বলেন, “মিথিলা ছাড়া আর কারো মধ্যে এই চরিত্র খুঁজে পাইনি। তাই চরিত্রটি নিয়ে অন্য কাউকে প্রস্তাবও দিইনি। দেড় বছর আগে এই চরিত্রের বিষয়ে অভিনেত্রীর সঙ্গে কথা বলে রেখেছিলাম।”

বিজ্ঞাপন

এছাড়া গোয়েন্দা অরণ্য চ্যাটার্জির চরিত্রে দেখা যাবে জীতু কমলকে। আর তার বিভিন্ন অভিযান লিখে রাখেন তার জামাইবাবু সুদর্শন হালদার। শ্যালক আর জামাইবাবুর রসায়ন দেখা যাবে ছবিটিতে। জামাইবাবুর চরিত্রে দেখা যাবে গায়ক-অভিনেতা শিলাজিৎ মজুমদারকে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

তা ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন লোকনাথ দে, বুদ্ধদেব ভট্টাচার্য, আর জে সায়ন। কলকাতা, বারুইপুর, বানতলা ও কৃষ্ণনগরে সিনেমাটির দৃশ্যধারণের কাজ হবে।

জেবি/এসবি

বিজ্ঞাপন

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD