নদীতে যাত্রী বোঝাই নৌকা ডুবিতে মহিলা ও শিশুসহ নিহত ৭


Janobani

সুজন চক্রবর্তী, আসাম (ভারত)

প্রকাশ: ১২:২৪ অপরাহ্ন, ৯ই সেপ্টেম্বর ২০২৩


নদীতে যাত্রী বোঝাই নৌকা ডুবিতে মহিলা ও শিশুসহ নিহত ৭
ছবি: সংগৃহীত

ভারতের ছত্তীশগড়ের দন্তেত্তয়াড়ায় মাঝনদীতে উল্টে গেল যাত্রী বোঝাই একটি নৌকা। এই ঘটনায় মৃত্যু হয়েছে মহিলা ও শিশুসহ ৭ জনের। 


শুক্রবার (৮ সেপ্টেম্বর ) বিকালে এ দুর্ঘটনাটি সংগঠিত হয়েছে। নদী পারাপারের জন‍্য সেতু না থাকায় জীবনের ঝুঁকি নিয়েই যাতায়াত করতে হচ্ছিল গ্রামবাসীদের। 


স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (৮ সেপ্টেম্বর ) নদী পারাপার করার সময় হঠাৎ উল্টে যায় নৌকাটি। জলের তোড়ে ভেসে যায় ৭ জন যাত্রী। নৌকায় যতজন যাত্রী ওঠার কথা ছিল, তার থেকে বেশি যাত্রী উঠে পড়েছিলেন। 


নৌকাটি ছোট ছিল। জলের টান থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন মাঝি। নৌকাটি মাঝ নদীতে পৌঁছতেই উল্টে যায়। নৌকা উল্টে যাওয়ার ঘটনা চাউর হতেই আশপাশের গ্রামের লোকেরা নদীর পাড়ে জড়ো হন। স্থানীয় সূত্রে জানা গেছে, নৌকায় মোট ৮ জন ছিলেন। 


দূর্ঘটনার খবর পুলিশ ও দমকল বাহিনীকে ও দেওয়া হয়। ডুবুরি নিয়ে আসা হয়। নদীতে ডুবুরি নামিয়ে তল্লাশি চালিয়ে ৭ জনের দেহ উদ্ধার করা হয়েছে। 


বাকি একজন সাঁতরিয়ে নদীর তীরে উঠে জীবন রক্ষা করেন। এনিয়ে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


আরএক্স/