ঘুমন্ত অবস্থায় বৃদ্ধা মহিলাকে ধর্ষণ, গ্রেফতার যুবক
সুজন চক্রবর্তী, আসাম (ভারত)
প্রকাশ: ১১:৪১ পূর্বাহ্ন, ১০ই সেপ্টেম্বর ২০২৩
ঘুমন্ত অবস্থায় বৃদ্ধা মহিলাকে ধর্ষণের অভিযোগ উঠেছে ২০ বছরের যুবককের বিরুদ্ধে।
নির্যাতিতা বৃদ্ধার শারীরিক অবস্থা আশংকাজনক। তাকে বনগাঁও মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। নির্যাতিতার গৃহবধূর দাবি, তাঁর শাশুড়ি নিজের ঘরে একাই ঘুমান।
বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর ) রাতেও তিনি একাই ছিলেন। প্রতিবেশী যুবক গভীর রাতে বৃদ্ধার গৃহে প্রবেশ করে বৃদ্ধাকে ধর্ষণ করে বলেই অভিযোগ। চিৎকার করতে শুরু করেন বৃদ্ধা।
তা শুনতে পান বৃদ্ধার বড় ছেলে। দৌড়ে গিয়ে মায়ের ঘরে ওই যুবককে বিবস্ত্র অবস্থায় দেখেন। তখন ওই যুবক কোনও ক্রমে পালিয়ে যায়। বৃদ্ধার ঘরে নিজের পোশাক ও মানি ব্যাগ ফেলে রেখে যায়।
পরের দিন শুক্রবার (৮ সেপ্টেম্বর) ওই যুবককে বাড়ি থেকে উদ্ধার করেন স্থানীয়য়া। এরপর অভিযুক্তকে গাইঘাটা থানার পুলিশের হাতে তুলে দেন।
শনিবার (৯ সেপ্টম্বর) বনগাঁ মহকুমা আদালতে তোলা হয়। অপরদিকে নির্যাতিতা বৃদ্ধার অবস্থা আশংকাজনক। তিনি বর্তমানে বনগাঁও মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন।
আরএক্স/