খায়রুলের কথা, সুর ও সাগরের সঙ্গীতে ‘চোখ লাল কিসে’ ভাইরাল
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ০৩:১৭ অপরাহ্ন, ১০ই সেপ্টেম্বর ২০২৩
সামাজিক যোগাযোগ মাধ্যমে এসডি সাগরের সংগীতে, খায়রুল ওয়াসীর কথা, সুরে "চোখ লাল কিসে" গানটি তুমুল জনপ্রিয় হয়ে উঠেছে। যাতে কন্ঠ দিয়েছেন খায়রুল ওয়াসী, এসডি সাগর, রাজু মন্ডল, কামরুজ্জামান রাব্বি ও এম আর মানিক। গানের সংগীত করার পাশাপাশি অনেক আগে থেকেই গান করেন এসডি সাগর।
চমৎকার গল্পের ভিডিও আকারের গানটি জ্যোৎস্না লোক (জেএল) মিউজিক ইউটিউব চ্যানেল প্রকাশিত হয়েছে।
মাত্র অল্পদিনে গানটি ফেসবুকে ২ কোটি ও ইউটিউবে ২১ লক্ষ ভিউ পার হয়েছে। যা রীতিমতো শ্রোতাদের হৃদয়ে গেধেঁ গেছে এ গান।
আরও পড়ুন: সাইফুল বারী’র গানে ফজলুর রহমান বাবু
অসাধারণ চিত্রায়নের মিউজিক ভিডিওটিতে অভিনয় করেছেন সাইফুল ইসলাম রাফি, রাহমান আয়াত, যুথো খান, জয় সরকার বাপ্পী, জয়ন এলেক্স রয় এবং গল্পের মূল অংশে অভিনয় করেছেন কন্ঠশিল্পীরা।
এ প্রসঙ্গে এসডি সাগর বলেন, খায়রুল ওয়াসীকে অসংখ্য ধন্যবাদ এই গানের সাথে আমাদের সম্পৃক্ত রাখার জন্য। আরো ধন্যবাদ জানাই জেএল মিউজিক এর কর্ণধার রাশেদ রানা ভাইকে আমাদের পুরো টিমের প্রতি আস্থা রাখার জন্য। গানটি যে এভাবে ছড়িয়ে যাবে ভাবতেই পারিনি। একে একে আসবে আরো নতুন নতুন গান।
আরও পড়ুন: আবারও সাইফুল বারী’র গানে হাফিজ বাউলা
উল্লেখ্য, গানের পাশাপাশি এসডি সাগর বিএসসি ইঞ্জিনিয়ার (ইলেক্ট্রো ম্যাকানিকাল) স্নাতক ডিগ্রি অর্জন করেন। বর্তমানে গানই তাঁর পেশা ও নেশা।
এ পর্যন্ত এসডি সাগরের কণ্ঠে প্রায় একশত মৌলিক গান বিভিন্ন প্লাটফর্মে প্রকাশিত হয়েছে। এর মধ্যে বেশ কয়েকটি গান পেয়েছে জনপ্রিয়তা। জনপ্রিয় গানের মধ্যে রয়েছে বলনা তুই বলনা, চল প্রিয়া চল, তোর চোখে পড়লে চোখ, আমার বলতে তুই শুধুই, প্রেমের ঘুড়ি, বেকার যুবক, মন যদি চায়, বিশাল এক পৃথিবী।
অডিও বাজার ছাড়াও ফিল্মে প্লেব্যাক করেছেন এসডি সাগর।
জেবি/এসবি