কাশ্মীরে পাথরে ধাক্কা খেয়ে খাদে ট্রাক, নিহত ৪


Janobani

সুজন চক্রবর্তী, আসাম (ভারত)

প্রকাশ: ১২:৫৫ অপরাহ্ন, ১২ই সেপ্টেম্বর ২০২৩


কাশ্মীরে পাথরে ধাক্কা খেয়ে খাদে ট্রাক, নিহত ৪
ছবি: সংগৃহীত

জম্মু- কাশ্মীরে ভূমিধসের জেরে বড় পাথরে ধাক্কা খেয়ে পিছলে খাদে পড়ে যায় একটি ট্রাক। 


মঙ্গলবার (১২ সেপ্টেম্বর ) এই দুর্ঘটনাটি ঘটেছে জম্মু-কাশ্মীরের রামবান জেলার বানিহালে। দুর্ঘটনায় অন্তত ৪ জনের মৃত্যুর খবর মিলেছে। 


পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) সকালে বানিহালের শেরবিবির কাছে ৪৪ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনাটি ঘটে। একটি বড় পাথরে ধাক্কা খেয়ে ট্রাকটি গড়িয়ে খাদে পড়ে যায়। ট্রাকটিতে চালকসহ মোট ৪ জন ছিলেন। 


ঘটনাস্থলেই সকলের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন রামবানের ডেপুটি কমিশনার। 


সকালে হঠাৎ করে ৪৪ নম্বর জাতীয় সড়কে ভূমিধস নামার ফলেই ট্রাকটি দুর্ঘটনার কবলে পড়েছে বলে প্রাথমিক তদন্তে পুলিশের দাবি। খবর পেয়েই দুর্ঘটনাস্থলে যায় পুলিশ ও উদ্ধারকারী দল। তারাই ট্রাক দুর্ঘটনায় নিহতদের উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন‍্য মৃতদেহগুলি বানিহাল হাসপাতালে পাঠায়। 


এই দুর্ঘটনার পরই ৪৪ নম্বর জাতীয় সড়কে যান চলাচল বন্ধ করে দেয় পুলিশ। যার ফলে ব‍্যাপক যানজটের সৃষ্টি হয়। পরিস্থিতি খতিয়ে দেখার পরই জাতীয় সড়ক খোলা হবে বলে পুলিশ জানিয়েছে।


আরএক্স/