ভারতের মালদহে সড়ক দুর্ঘটনায় নিহত ৪


Janobani

সুজন চক্রবর্তী, আসাম (ভারত)

প্রকাশ: ০১:৩৬ অপরাহ্ন, ১২ই সেপ্টেম্বর ২০২৩


ভারতের মালদহে সড়ক দুর্ঘটনায় নিহত ৪
ছবি: সংগৃহীত

মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মৃত্যু হল অন্তত ৪ জনের। গুরুতর আহত অবস্থায় আরও ১ জনের চিকিৎসা চলছে। 


মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) দুর্ঘটনাটি ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গের মালদহের গাজোল থানার শ‍্যামনগর এলাকায়। 


জানা যায়, যাত্রীবোঝাই টোটোটিকে পিছন থেকে সজোরে ধাক্কা মারে একটি ট্রাক। তাতেই মৃত্যু। ঘাতক ট্রাকটিকে আটক করা গেলেও তার চালক পলাতক। গাজোল কৃষি মান্ডিতে টোটোতে করে সবজি বিক্রি করতে যাচ্ছিলেন কৃষকেরা। 


সেই সময় মালদহগামী একটি লরি বেপরোয়া গতিতে পিছন থেকে ধাক্কামারে টোটোটিকে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ৩ জনের। গাজোল হাসপাতালে নিয়ে গেলে মারা যান আরও ১ জন। গুরুতর আহত আরও ১ জনকে গাজোল হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। 


গাজোল থানা পুলিশ ঘাতক লরিটিকে আটক করেছে। তবে দুর্ঘটনার পর থেকেই চালক পলাতক। তার খোঁজে তল্লাশি শুরু হয়েছে।


আরএক্স/