১৫৯ আরোহী নিয়ে শস্যখেতে রুশ বিমানের জরুরি অবতরণ
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০২:১৪ অপরাহ্ন, ১২ই সেপ্টেম্বর ২০২৩
১৫৯ জন আরোহী নিয়ে রাশিয়ার ইউরাল এয়ারলাইন্সের একটি বিমান পশ্চিম সাইবেরিয়ার নোভোসিবিরস্ক অঞ্চলে জরুরি অবতরণ করেছে বলে জানিয়েছে রুশ কর্মকর্তারা।
মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) মস্কোর স্থানীয় সময় ৫টা ৪৪ মিনিটে জরুরি অবতরণ করে।
মস্কোর বিমান সংস্থা রোসাভিয়েতসিয়া এক বিবৃতিতে জানায়, মঙ্গলবার সোচি থেকে ওমস্কগামী উরাল এয়ারলাইন্সের এ-৩২০ বিমানটি মস্কোর স্থানীয় সময় ৫টা ৪৪ মিনিটে জরুরি অবতরণ করে। কারিগরী ত্রুটির কারণে বিমানটি জরুরি অবতরণ করেছে বলে রুশ তদন্ত কমিটি জানিয়েছে।
আরও পড়ুন: রাশিয়ায় পৌঁছেছেন কিম জং উন
মস্কোর বিমান সংস্থা জানিয়েছে, সাইবেরিয়ার নোভোসিবিরস্ক অঞ্চলের কামেনকা গ্রামের কাছে বিমানটি অবতরণ করে। এতে ১৫৯ যাত্রী এবং ৬ জন ক্রু ছিল। তাদের সকলকে নিকটবর্তী গ্রামে রাখা হয়েছে। সূত্র: মস্কো টাইমস
জেবি/এসবি