Logo

সাফজয়ী মেয়েদের সংবর্ধনা দিচ্ছে বসুন্ধরা

profile picture
জনবাণী ডেস্ক
২২ সেপ্টেম্বর, ২০২২, ২৩:৪৫
16Shares
সাফজয়ী মেয়েদের সংবর্ধনা দিচ্ছে বসুন্ধরা
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক: কমলাপুর স্টেডিয়ামে বিজয়ের মাসে দারুণ এক জয় উপহার দিয়েছেন মারিয়া মান্ডারা। সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতকে হারিয়ে...

বিজ্ঞাপন

নিজস্ব প্রতিবেদক: কমলাপুর স্টেডিয়ামে বিজয়ের মাসে দারুণ এক জয় উপহার দিয়েছেন মারিয়া মান্ডারা। সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো শিরোপা জয় করেছেন তারা। ফুটবলের দুর্দিনে মেয়েদের হাত ধরেই এল সফলতা। ছেলেদের ফুটবলে চারদিকেই ছিল হতাশা। একের পর এক টুর্নামেন্টে ব্যর্থ হচ্ছিলেন জামাল ভূইয়ারা। সাফ চ্যাম্পিয়নশিপে ট্রফি জয় দূরে থাক, ফাইনালটাই খেলতে পারছেন না দীর্ঘদিন ধরে। এরই মধ্যে এলো মেয়েদের সফলতা। পুরো জাতি এই নিয়ে উৎসব করেছে। হাজার হাজার দর্শক স্টেডিয়ামের গ্যালারিতে এসে মারিয়াদের জয় উদযাপন করেছেন। প্রসংশার বন্যায় ভাসছেন মেয়েরা। 

এবার দেশের শীর্ষ শিল্প প্রতিষ্ঠান বসুন্ধরা গ্ৰুপ সাফজয়ী মেয়েদের সংবর্ধনা দিতে যাচ্ছে। ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় মহাআড়ম্বরে চ্যাম্পিয়নদের বরণ করা হবে ৩০ শে ডিসেম্বর বৃহস্পতিবারে। ছেলেদের ফুটবলে ব্যর্থতার মিছিলে মেয়েরা আশার আলো জ্বালিয়ে দিয়েছেন। 

বিজ্ঞাপন

সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের গ্ৰুপ  পর্বে তারা শ্রীলঙ্কার জালে দিয়েছেন ১২ গোল। ৬ গোল দিয়েছেন ভুটানের জালে। ভারতকে গ্ৰুপ পর্বের পাশাপাশি হারিয়েছেন ফাইনালে। দুই ম্যাচেই ব্যবধান ছিল ১-০। বিজয়ের মাসে দারুণ এ জয় পুরো জাতিকেই উপহার দিয়েছে দারুণ এক গৌরব। টুর্নামেন্টে সর্বোচ্চ গোলদাতা ও সেরা খেলোয়াড় হয়েছেন শাহেদা আক্তার রিপা। নারী ফুটবলে সাফল্য নতুন নয়। এর আগে অনূর্ধ্ব-১৫ সাফ ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ।  আট শিরোপা জেতার কৃতিত্ব রয়েছে বাংলাদেশ নারী ফুটবলারদের।

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD