বিয়ে করছেন আয়মান-মুনজেরিন
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: ১১:২৪ পূর্বাহ্ন, ১৩ই সেপ্টেম্বর ২০২৩
বিয়ের পিঁড়িতে বসছেন স্টার্টআপ কোম্পানি ‘১০ মিনিট স্কুল'-এর প্রতিষ্ঠাতা আয়মান সাদিক। পাত্রী একই প্রতিষ্ঠানের ইংরেজি শিক্ষিকা মুনজেরিন শহীদ।
তাদের বিয়ের একটি কার্ড ছড়িয়ে পড়েছে সোসশ্যাল মিডিয়ায়। তাতে দেখা গেছে, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল তায়েবুর রহমান ও শারমিন আক্তারের ছেলে আয়মান সাদিক এবং শহীদ উদ্দিন আহমেদ চৌধুরী ও মনোয়ারা শহীদের মেয়ে মুনজেরিন শহীদের বিবাহোত্তর সংবর্ধনার কথা লেখা রয়েছে।
চলতি মাসের আগামী ২৩ তারিখে সন্ধ্যা সাড়ে ৭টায় ঢাকা ক্যান্টনম্যান্টের সেনাকুঞ্জে তাদের বিবাহোত্তর সংবর্ধনা হবে বলে জানা গেছে।
আরও পড়ুন: ৫০০ কোটির ঘর ছাড়াল জওয়ান
জানা গেছে, আয়মান সাদিকের জন্ম কুমিল্লায়। তিনি বাংলাদেশি একজন শিক্ষা উদ্যোক্তা। ২০১৫ সালে ‘১০ মিনিট স্কুল’ প্রতিষ্ঠা করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ’র ছাত্র ছিলেন আয়মান সাদিক।
আরও পড়ুন: মুক্তিযুদ্ধ প্রজন্মলীগে হিরো আলম, বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতে গেলেন টুঙ্গিপাড়া
অপরদিকে মুনজেরিন শহীদের জন্ম চট্টগ্রামে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ থেকে স্নাতকোত্তরে প্রথম শ্রেণিতে প্রথম স্থান অর্জন করেছিলেন তিনি। বর্তমানে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে শতভাগ বৃত্তি নিয়ে ইংরেজিতে দ্বিতীয় স্নাতকোত্তর করছেন।
জেবি/এসবি