মুর্শিদাবাদে মিড ডে মিলের খাবার খেয়ে ৮০ জন ছাত্রছাত্রী অসুস্থ


Janobani

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০১:০৪ অপরাহ্ন, ১৪ই সেপ্টেম্বর ২০২৩


মুর্শিদাবাদে মিড ডে মিলের খাবার খেয়ে ৮০ জন ছাত্রছাত্রী অসুস্থ
ছবি: সংগৃহীত

স্কুলের মধ‍্যে হঠাৎই অসুস্থ হয়ে পড়েছে ৫ম থেকে ৮ম শ্রেনীর প্রায় ৭০ থেকে ৮০ জন ছাত্রছাত্রী। 


বুধবার (১৩ সেপ্টেম্বর ) দুপুরে ঘটনাটি ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের ভগবানগোলা ২নং ব্লকের আখরিগঞ্জ হাইস্কুলে। 


তাড়াতাড়ি ছাত্রছাত্রীদের নসিপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে দ্রুততার সঙ্গে শুরু হয় তাদের চিকিৎসা।


কয়েকজন ছাত্রছাত্রী জানিয়েছে, বিদ‍্যালয়ের মিড ডে মিলের ডিম খাওয়ার পর থেকেই তাদের পেটে ব‍্যথা শুরু হয়েছে। 


তবে অন‍্যান‍্য ছাত্রছাত্রী জানিয়েছে, তারা মিড ডে মিল খায়নি। কিন্তু তাও তারা অসুস্থতা বোধ করে। ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো আতঙ্কের সৃষ্টি হয় এলাকা জুড়ে। তবে নসিপুর ব্লক প্রাথমিক স্বাস্থ‍্য কেন্দ্রের চিকিৎসকরা বুঝে উঠতে পারেননি ঠিক কি থেকে একসঙ্গে এতজন ছাত্রছাত্রীদের পেটে ব‍্যথা হয়েছে। 


হাসপাতালের এক স্বাস্থ্যকর্মী জানিয়েছেন, প্রাথমিকভাবে কিছু ছাত্রছাত্রী "ফুড পয়জন" এর শিকার মনে হলেও পরের দিকে যে সমস্ত ছাত্রছাত্রী ভর্তি হয়েছে তাদের শরীরে সেই লক্ষণ মেলেনি। অনেকেই " মাস হিস্ট্রিরিয়ায় শিকার। তবে এর মধ‍্যে বেশ কয়েকজন ছাত্রছাত্রী গুরুতর অসুস্থ হওয়ায় তাদের লালবাগ মহকুমা হাসপাতাল এবং মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। এনিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।


জেবি/এসবি