অং সান সুচিকে চিকিৎসা সেবা দিচ্ছে না জান্তা সরকার
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৩:৫০ অপরাহ্ন, ১৪ই সেপ্টেম্বর ২০২৩
মিয়ানমারের জান্তা সরকার অং সান সুচিকে চিকিৎসা সেবা দিচ্ছে না বলে জানা গেছে। এর ফলে সুচির জীবন ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে বলে দাবি করেছে তার দল।
বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) দলটির পক্ষ থেকে অভিযোগ করা হয় চিকিৎসা বঞ্চিত করার পাশাপাশি সুচির খাবারেও অবহেলা করা হচ্ছে।
এর আগে ২০২১ সালের ফেব্রুয়ারিতে মিয়ানমারের ক্ষমা ফের দখল করে সেনাবাহিনী। তারপর থেকে আটক অবস্থায় আছেন সুচি।
স্থানীয় গণমাধ্যমের খবর অনুসারে, কারাবন্দী ৭৮ বছর বয়সী সূচি মাথা ঘোরা, বমি ও দাঁতের সংক্রমণের মতো অসুস্থতায় ভুগছেন।
আরও পড়ুন: ভূমিকম্পে আহতদের দেখতে গিয়ে রক্ত দিলেন মরক্কোর রাজা
সূচির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি জানায়, “আমরা খুবই উদ্বিগ্ন, তিনি কোনো চিকিৎসা সেবা পাচ্ছেন না। এমনকি তাকে স্বাস্থ্যকর খাবারও সরবরাহ করা হচ্ছে না। তার আবাসন ব্যবস্থাও সুবিধাজনক নয়। ইচ্ছে করেই তাকে জীবনের ঝুঁকিতে ফেলা হচ্ছে।”
দলটির সুচির কিছু হলে তার জন্য জান্তা সরকার দায়ী থাকবে বলেও জানিয়েছে তাদের বিবৃতিতে। সূত্র: এএফপি
জেবি/এসবি