খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ১২:০৪ অপরাহ্ন, ১৬ই সেপ্টেম্বর ২০২৩


খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল
ফাইল ছবি

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজখবর নিতে শুক্রবার (১৫ সেপ্টেম্বর) রাতে এভারকেয়ার হাসপাতালে যান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।


শুক্রবার (১৫ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ার হাসপাতালে যান। একান্ত সাক্ষাতকালে রাজনৈতিক বিষয়ে দলীয় প্রধানকে অবগত করেন মহাসচিব।


আরও পড়ুন: স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুর গেলেন ওবায়দুল কাদের


হাসপাতাল সূত্র জানা যায়, এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ারশারীরিক অবস্থা ও চিকিৎসার খোঁজখবর নেন মির্জা ফখরুল।


আরও পড়ুন: বিএনপির সমাবেশ শুরু নয়াপল্টনে


প্রসঙ্গত, বিএনপি চেয়ারপারসন মেডিক্যাল বোর্ডের পরামর্শে গেল  ৯ আগস্ট স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে ভর্তি হন। সাবেক এ প্রধানমন্ত্রী দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি-লিভার ও হৃদরোগে ভুগছেন।


জেবি/এসবি