ওয়াগনারকে নিষিদ্ধ ঘোষণা যুক্তরাজ্যের
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৩:২০ অপরাহ্ন, ১৬ই সেপ্টেম্বর ২০২৩
রাশিয়ার ভাড়াটে যোদ্ধা সরবরাহকারী প্রতিষ্ঠান ওয়াগনারকে ‘সন্ত্রাসী সংগঠন’ আখ্যা দিয়ে নিষিদ্ধ ঘোষণা করেছে যুক্তরাজ্য।
কয়েক সপ্তাহে আগে মারা যান এই বাহিনীর প্রধান। তিনি মারা যাওয়ার পর এ সিদ্ধান্তের কথা জানাল যুক্তরাজ্য সরকার।
গেল সপ্তাহে যুক্তরাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী সুয়েলা ব্রেভারম্যান ওয়াগনারকে ‘বৈশ্বিক নিরাপত্তার হুমকি’ বলে উল্লেখ করে। এরপর সংগঠনটিকে নিষিদ্ধ ঘোষণা করার প্রস্তাব দেন তিনি।
আরও পড়ুন: রুশ প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন কিম জং উন
শুক্রবার (১৫ সেপ্টেম্বর) যুক্তরাজ্য সরকার আনুষ্ঠানিকভাবে এর অনুমোদন দিয়েছে। আদেশ অনুসারে, যুক্তরাজ্যে এ বাহিনীর সদস্য হওয়া, তাদের সমর্থন করা এবং ওয়াগনারের পতাকা বা লোগো প্রদর্শন করা অপরাধ।
আরও পড়ুন: ভারতে একই পরিবারের ৩ জনকে হত্যা!
যুক্তরাজ্যে এখান আধা সামরিক বাহিনীটিকে সহযোগিতা করলে জরিমানা গুনতে হবে। এমনকি তাদের ১৪ বছর পর্যন্ত কারাদণ্ডও হতে পারে।
এখন পর্যন্ত ৭৮টি সন্ত্রাসী সংগঠনকে নিষিদ্ধ করেছে যুক্তরাজ্য। এ তালিকায় এবার যুক্ত হলো ওয়াগনার। সূত্র: বিবিসি
জেবি/এসবি