Logo

ক্যালিফোর্নিয়ায় ফুটবল মাঠে বিমান বিধ্বস্ত

profile picture
জনবাণী ডেস্ক
২২ অক্টোবর, ২০২৫, ১১:২৬
5Shares
ক্যালিফোর্নিয়ায় ফুটবল মাঠে বিমান বিধ্বস্ত
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লং বিচে একটি ফুটবল মাঠে ছোট আকারের একটি বিমান বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় আহত দুইজনকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে মাঠে নেমেছে একাধিক তদন্ত সংস্থা। খবর—সিবিএস নিউজের।

বিজ্ঞাপন

স্থানীয় সময় মঙ্গলবার বিকেলে লং বিচের হার্টওয়েল পার্কের ফুটবল মাঠে বিমানটি হঠাৎ আছড়ে পড়ে। ফ্লাইট-ট্র্যাকিং তথ্য অনুযায়ী, একক ইঞ্জিনবিশিষ্ট বিমানটি মুরিয়েটার ফ্রেঞ্চ ভ্যালি বিমানবন্দর থেকে উড্ডয়ন করেছিল।

লং বিচ ফায়ার ডিপার্টমেন্ট জানায়,, বিমানটি বিকাল ৪টার দিকে হার্টওয়েল পার্কের ওই মাঠে বিধ্বস্ত হয়। দমকলকর্মীরা একজন বয়স্ক ব্যক্তিকে বিমান থেকে বের করে হাসপাতালে নিয়ে যান। প্যারামেডিকরা বিমানটি বিধ্বস্ত হওয়ার সময় পার্কে ঘুরে বেড়াচ্ছিলেন এমন এক নারীকেও চিকিৎসা দিয়েছেন। দুজনের অবস্থা মাঝারি কিন্তু স্থিতিশীল। চিকিৎসকরা তাদের পরীক্ষা-নিরীক্ষার জন্য হাসপাতালে ভর্তি রেখেছেন।

বিজ্ঞাপন

সম্প্রতি যুক্তরাষ্ট্রে বেশ কয়েকটি বিমান দুর্ঘটনা ঘটে। গত শুক্রবার সকালে যুক্তরাষ্ট্রের টেক্সাসের জননিরাপত্তা বিভাগ জানিয়েছে, ছোট একক ইঞ্জিনবিশিষ্ট একটি বিমান খোলা মাঠে জরুরি অবতরণ করেছে। এ ঘটনায় পাইলট আহত হয়েছেন। তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিমানটিতে একমাত্র তিনিই ছিলেন।

তারও আগে, গত বৃহস্পতিবার মিশিগানের একটি জঙ্গলে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে তিনজন নিহত হন। স্থানীয়রা বিকট শব্দ শুনে বাইরে এসে আকাশে ধোঁয়ার কুণ্ডলী দেখতে পান।

বিজ্ঞাপন

এ ছাড়া বৃহস্পতিবার মিশিগানের একটি জঙ্গল থেকে বিকট শব্দ ভেসে আসে। এরপরই আকাশে ধোঁয়ার কুণ্ডলী ছড়িয়ে পড়ে। এতে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয়রা। পরে জানা যায়, সেখানে বিমান বিধ্বস্ত হয়েছে। আর এতে আরোহী তিনজন নিহত হয়েছেন।

এই ধারাবাহিক দুর্ঘটনাগুলো নিয়ে দেশটির বিমান নিরাপত্তা সংস্থাগুলো উদ্বেগ প্রকাশ করেছে এবং ক্ষুদ্র বেসরকারি বিমানের রক্ষণাবেক্ষণ ও নিয়ন্ত্রণব্যবস্থা আরও কঠোর করার সুপারিশ করেছে।

জেবি/এসডি
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD