চলন্ত বাইক থেকে ওড়না ধরে টান, সাইকেল থেকে পড়ে প্রাণ গেল কিশোরীর
সুজন চক্রবর্তী, আসাম (ভারত)
প্রকাশ: ১১:৪১ পূর্বাহ্ন, ১৮ই সেপ্টেম্বর ২০২৩
সহপাঠীদের সাথে সাইকেল চালিয়ে স্কুল যাচ্ছিল এক কিশোরী। সেই সময় বাইক আরোহী ২যুবক তার ওড়না ধরে হ্যাঁচকা টান মারে। আর সেই টানে সাইকেলসহ রাস্তায় হুমুড়ি খেয়ে পড়ে সে। সেই সময় পিছন দিক থেকে আসা অন্য একটি বাইক কিশোরীকে সজোরে ধাক্কা মারে। এতেই ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন ওই কিশোরী।
শনিবার (১৬ সেপ্টেম্বর ) ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরপ্রদেশের অম্বেডকরনগর জেলায়।
আরও পড়ুন: লিবিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৭
পুলিশ সূত্রে জানা গেছে, প্রত্যেকদিনের মতো বান্ধবীদের সঙ্গে সাইকেল চালিয়ে স্কুলে যাচ্ছিল ওই কিশোরী। অভিযোগ, কিশোরীকে অনেকক্ষণ ধরেই উত্ত্যক্ত করছিলেন বাইক আরোহী ২ যুবক। কিশোরী প্রতিবাদ করলেই হঠাৎ তার ওড়না ধরে হ্যাঁচকা টান মেরে বাইকের গতি বাড়িয়ে দেন। আর তাতেই পড়ে যায় কিশোরী। পিছনেই আসছিল একটি বাইক। আচমকা সামনে কিশোরী পড়ে যাওয়ার বাইক চালকও নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। তাই বাইকে ধাক্কা লাগে কিশোরীর। মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
আরও পড়ুন: বাড়ির ছাদ ভেঙে ঘুমন্ত অবস্থায় ৩ শিশুসহ নিহত ৫
পুলিশ আরও জানিয়েছে, মাথায় চোট পাওয়ায়র পাশাপাশি কিশোরী চোয়ালও ভেঙে গিয়েছিল। যে বাইকে কিশোরীর ধাক্কা লাগে সেই বাইক চালক অভিযুক্তদের সঙ্গী বলে জানতে পেরেছে পুলিশ। ৩ জনের বিরুদ্ধে খুনের মামলা রুজু করা হয়েছে। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
জেবি/এসবি