শ্রেষ্ঠ চিত্রগ্রাহকের বাবিসাস অ্যাওয়ার্ড পেলেন মিঠু মনির
🕐 প্রকাশ: ০৩:২৯ পিএম, ১৮ই সেপ্টেম্বর ২০২৩

মিঠু মনিরকে অ্যাওয়ার্ড তুলে দিচ্ছেন প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান
বাংলাদেশ বিনোদন সাংবাদিক সমিতি (বাবিসাস) আয়োজিত পারফরমেন্স অ্যাওয়ার্ড ২০২২ এর শ্রেষ্ঠ চিত্রগ্রাহক ক্যাটাগরিতে নির্বাচিত হয়েছেন মনির হোসেন (মিঠু মনির)। তিনি এই অ্যাওয়ার্ড অর্জন করেছেন অরণ্য পলাশ পরিচালিত 'গন্তব্য' শিরোনামের চলচ্চিত্রে অনবদ্য চিত্রগ্রহণের জন্য। সম্প্রতি ঢাকার খামারবাড়িস্থ কৃষিবীদ ইনস্টিটিউট এর মিলনায়তনে অনুষ্ঠিত এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে অ্যাওয়ার্ড প্রদান করা হয়। নির্বাচিত সকল ক্যাটাগরির শিল্পী ও কলা-কুশলীদের হাতে অ্যাওয়ার্ড তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ সরকারের ত্রাণ, দুর্যোগ ও পুনর্বাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান।
উক্ত অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে বাংলাদেশের চলচ্চিত্র, টেলিভিশন, সংগীত, নৃত্য, মঞ্চ ও ফ্যাশন ভুবনের গুণী শিল্পী এবং কলা-কুশলীদের ২০২২ সালের শ্রেষ্ঠ কর্মের স্বীকৃতি স্বরূপ এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে।
বিনোদন সাংবাদিকদের খ্যাতিমান সংগঠন বাবিসাস থেকে 'গন্তব্য' চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ চিত্রগ্রাহকের অ্যাওয়ার্ড অর্জন করায় মিঠু মনির বলেন, আমি ভীষণ আনন্দিত। আমার কর্ম ও শ্রমের এই মৃল্যায়ন আমাকে আরও বেশি দায়িত্ববোধে আবদ্ধ করলো। কর্মের প্রতি শক্তি জোগালো। আমি আমার জীবনের আরও সেরা কিছু যেনো বাংলাদেশের বিনোদন জগৎকে দিয়ে যেতে পারি; সেই চেষ্টা ও লক্ষ্য থাকবে আমৃত্যু। বাবিসাসকে বিশেষ ধন্যবাদ আমাকে সম্মানিত করার জন্য।
গুণী চিত্রগ্রাহক মিঠু মনির নরসিংদী জেলার, রায়পুরা থানার, হাসনাবাদ গ্রামে জন্মগ্রহণ করেন। স্বপ্ন বাস্তবায়ন জন্য গ্রাম ছেড়ে ঢাকা শহরে এসে পারি দিয়েছেন বহু চড়াই-উৎরাই এর পথ। তিনি এ পর্যন্ত চারশতাধিক একক নাটক, অর্ধশতাধিক ধারাবাহিক নাটক, শতাধিক টেলিফিল্ম, দুই শতাধিক বিজ্ঞাপন, বিভিন্ন ওটিটি প্লাটফর্মের জন্য বেশকিছু ওয়েব কনটেন্ট ও ওয়েভ সিরিজের চিত্রগ্রহণ করেছেন সফলতার সাথে।এছাড়া তিনি বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ পুলিশ এবং গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিভিন্ন উন্নয়নমূলক তথ্যচিত্রে চিত্রগ্রহণের কাজ করেছেন। বাংলাদেশ চলচ্চিত্র চিত্রগ্রাহক সমিতির সদস্য মিঠু মনিরের চিত্রগ্রহণে নির্মিত এবং নির্মিতব্য চলচ্চিত্রগুলোর মধ্যে উল্লেখযোগ্য চলচ্চিত্র হলো- 'গন্তব্য', 'হৃদয় জুড়ে', 'মেকাপ', 'এ্যানকাউন্টার', 'বেসামাল', 'দ্বিতীয় লিঙ্গ', ইত্যাদি। এছাড়া গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুদানপ্রাপ্ত, মেধাবী চিত্রপরিচালক অনিরুদ্ধ রাসেলের 'জামদানি' চলচ্চিত্রে কাজ করছেন। শীঘ্রই শুটিং শুরু করবেন 'দহনকাল' ও 'ইলিশ' নামের দু'টি চলচ্চিত্রের। এছাড়াও মিঠু মনিরের ক্যারিয়ারে রয়েছে আইসিসি টি-টুয়েন্ট বিশ্বকাপ ২০১৪ এবং বিবিসি এর মতো আন্তর্জাতিক প্লাটফর্মে কাজ করার অভিজ্ঞতা।
জেবি/এসবি
রাজু মন্ডলের ‘বাউলা বাতাস’
🕐 প্রকাশ: ০৭:২৩ পিএম,২৭শে সেপ্টেম্বর ২০২৩

রাজু মন্ডল
একের পর এক নতুন নতুন গানের ভীড়ে এবার ‘বাউলা বাতাস শিরোনামের একটি গান নিয়ে আসছেন এ সময়ের সবচেয়ে জনপ্রিয় ও ব্যাস্ততম লোকসংগীত শিল্পী বাউল রাজু মন্ডল। তরুণ গীতিকবি, সুরকার এবং সঙ্গীতশিল্পী যাযাবর পলাশের কথা ও সুরে একদম ফোক ঘরানার এই গানটি গেয়েছেন তিনি। গানের সঙ্গীতায়োজন করেছেন শিবলু মাহমুদ।
‘বাউলা বাতাস লাগছে গায়ে হইছি ঘরছাড়া / জীবন নামের জোয়ার ভাটায় আমি আধমরা’ এমনই কিছু কথামালা দিয়ে সাজানো ‘বাউলা বাতাস’ শিরোনামের নতুন এই গানটি প্রযোজনা প্রতিষ্ঠান ‘অর্ক মিউজি ওয়ার্ল্ড’ এর অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে খুব শীঘ্রই মুক্তি পাবে বলে জানা গেছে।
গান প্রসঙ্গে সঙ্গীতশিল্পী রাজু মন্ডল জানান, এই গানের কথাগুলো আমার মন ছুঁয়ে গেছে। যাযাবর পলাশ অনেক দারুণ গান লিখে এবং সুর করে। তার কথা ও সুরে আমার অনেকগুলো গানের কাজ চলছে। আমি আশাকরি‘বাউলা বাতাস’ গানটি আমার ভক্ত শ্রোতাদের মন জয় করে নেবে।
যাযাবর পলাশ বলেন, রাজু ভাই আমার অনেক প্রিয় একজন শিল্পী। তার জন্য অনেক গুলো গান লেখা এবং সুরের দায়িত্ব এখন আমার কাঁধে। এর মধ্যে ‘বাউলা বাতাস’ গানটি ভীষণ ভালোলাগার একটা গান। আশা করি সকলেরই গানটি ভালো লাগবে।
প্রসঙ্গত, গীতিকার ও সুরকার যাযাবর পলাশের কথা ও সুরে একাধিক গানে কণ্ঠ দিয়েছেন রাজু মন্ডল। এর মাঝে ‘এই দুনিয়ার রঙ্গ’ এবং ‘ডাক আসিলে যেতে’ শিরোনামে দুটি গান প্রকাশ পেয়েছে। এছাড়াও কাজ চলছে আরও বেশকিছু নতুন গানের।
কলকাতার সিনেমায় অপূর্ব, বিপরীতে রাইমা সেন
🕐 প্রকাশ: ০৬:৪৬ পিএম,২৭শে সেপ্টেম্বর ২০২৩

অপূর্ব ও রাইমা সেন - ছবি: সংগৃহীত
দেশের টিভি নাটকের দর্শকপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। কাজ করে যাচ্ছেন চলচ্চিত্র ও ওটিটি প্ল্যাটফর্মেও। এবার কলকাতার নাম লেখালেন ‘বড় ছেলে’খ্যাত এই অভিনেতা।
টালিউডের পরিচালক প্রতিম ডি গুপ্তা নির্মাণ করছেন ‘চালচিত্র’ শিরোনামে সিনেমা। এটিপ্রযোজনা করছে কলকাতার ফ্রেন্ডস কমিউনিকেশনস।
বুধবার (২৭ সেপ্টেম্বর) প্রযোজনা প্রতিষ্ঠানের সামাজিকমাধ্যম ফেসবুকে অপূর্বর ছবি পোস্ট করে এ ঘোষণা দিয়েছে। সিনেমাটিতে অপূর্বর সঙ্গী হয়েছেন রাইমা সেনসহ বেশ কজন তারকা। তবে অপূর্বর বিপরীতে কে অভিনয় করছেন তা এখনে জানা যায়নি।
ভারতীয় একটি গণমাধ্যমে জানায়, বর্তমানে কলকাতায় অবস্থান করছেন অপূর্ব। এরই মধ্যে সিনেমাটির শুটিংয়ে অংশ নিয়েছেন। নিজের অনুভূতি জানিয়ে অপূর্ব জানিয়েছেন, গল্পটি তার পছন্দ হয়েছে বলেই কাজটি করছেন। সেই সঙ্গে নির্মাতা-প্রযোজক ও কুশলী মিলিয়ে টিমওয়ার্কও তার মন কেড়েছে।
আরও পড়ুন: মাইকেল জ্যাকসনের টুপি বিক্রি হলো ৭৭,৬৪০ ইউরোতে
থ্রিলার ঘরানার গল্প নিয়ে গড়ে উঠেছে ‘চালচিত্র’ ছবির কাহিনি। কলকাতা পুলিশের গোয়েন্দা শাখার একদল অফিসার, যাদের নেতৃত্বে আছেন দক্ষ অফিসার কণিষ্ক চ্যাটার্জি। একটি মামলা তদন্ত করতে করতে গিয়ে দেখবেন কোথাও গিয়ে ১২ বছর আগে তার পুরোনো একটি কেসের সঙ্গে মিলে যাচ্ছে। পেশার পাশাপাশি ৪ পুলিশ অফিসারের ব্যক্তিগত জীবনেও ঝড় উঠবে।
আরও পড়ুন: শাকিবপুত্র জয়ের জন্মদিনে শুভেচ্ছা জানাল বীর
ছবিটিতে অপূর্বর সহশিল্পী হিসেবে অভিনয় করছেন— টোটা রায়চৌধুরী, শান্তনু মহেশ্বরী, স্বস্তিকা দত্ত, অনির্বাণ চক্রবর্তী, প্রিয়া ব্যানার্জি প্রমুখ।
জেবি/এসবি
মাইকেল জ্যাকসনের টুপি বিক্রি হলো ৭৭,৬৪০ ইউরোতে
🕐 প্রকাশ: ০৩:২৬ পিএম,২৭শে সেপ্টেম্বর ২০২৩

মাইকেল জ্যাকসন - ছবি: সংগৃহীত
মার্কিন পপ তারকা মাইকেল জ্যাকসন। তার আইকনিক মুনওয়াকের সেই হ্যাটটি ৭৭ হাজার ৬৪০ ইউরোতে বিক্রি হয়েছে। এটি প্রথমবার মুনওয়াকের সময় ব্যবহার করেছিলেন তিনি।
এই নিলাম অনুষ্ঠিত হয় ফ্রান্সের রাজধানী প্যারিসে। নিলামের আয়োজন করে হোটেল ড্রাউট অকশন হাউজ।
আরও পড়ুন: শাকিবপুত্র জয়ের জন্মদিনে শুভেচ্ছা জানাল বীর
গত ১৯৮৩ সালে মোটাউনে সম্প্রচারি কনসার্টের সময় এই টুপিটি ছুড়ে দিয়েছিলেন মাইকেল জ্যাকসন। এর কিছুক্ষণ পরই তিনি তার আইকনিক মুনওয়াক করেন। আর এটিই শেষ পর্যন্ত তার সিগনেচার ডান্স মুডে পরিণত হয়। সূত্র: এএফপি
জেবি/এসবি
শাকিবপুত্র জয়ের জন্মদিনে শুভেচ্ছা জানাল বীর
🕐 প্রকাশ: ১২:৪৪ পিএম,২৭শে সেপ্টেম্বর ২০২৩

ছবি: ফেসবুক থেকে নেওয়া
শাকিবপুত্র আব্রাম খান জয়কে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছে তার ছোট ছেলে শেহজাদ খান বীর। জয়ের জন্মদিনে বীরের সামাজিকমাধ্যম ফেসবুক থেকে একটি রিল প্রকাশ করা হয়।
সেই ফেসবুকে রিলে বীরকে বলতে শোনা যায়, “হ্যাপি বার্থডে টু ইউ”। একই কথার পুনরাবৃত্তি করে বীর।
আরও পড়ুন: বাংলাদেশে আয়ে ‘জওয়ান’র ইতিহাস
আর এই রিলের ক্যাপশনে ইংরেজি হরফে লেখা, “হ্যাপি বার্থ ডে জয় ভাইয়া।”
আরও পড়ুন: পরীমনি-বুবলীর ‘খেলা হবে’
শাকিব খান ও অপু বিশ্বাসের ছেলে আব্রাম খান জয়ের জন্মদিন আজ বুধবার (২৭ সেপ্টেম্বর)। গত ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর জয় পৃথিবীতে আসে। আর শাকিব খান-শবনম ইয়াসমিন বুবলী দম্পতির সন্তান বীর।
জেবি/এসবি
বাংলাদেশে আয়ে ‘জওয়ান’র ইতিহাস
🕐 প্রকাশ: ১১:০৮ এএম,২৭শে সেপ্টেম্বর ২০২৩

ছবি: সংগৃহীত
বিশ্বব্যাপী মুক্তির পর থেকেই বক্সঅফিসে মুক্তির ঝড় তুলেছে বলিউড বাদশা শাহরুখের জওয়ান। গেল ২৫ সেপ্টেম্বর ১০০০ কোটির ক্লাব স্পর্শ করেছে সিনেমাটি। এর মধ্য দিয়ে নতুন রেকর্ড গড়েছেন তিনি। ভারতসহ অন্যান্য দেশের পাশাপাশি এবার বাংলাদেশেও আয়ে ইতিহাস গড়ল শাহরুখের ‘জওয়ান’।
শাহরুখই একমাত্র ভারতীয় অভিনেতা, যার এক বছরে দুটি সিনেমা বক্সঅফিসে হাজারের ক্লাব ছাড়িয়েছে। আর বাংলাদেশে এই ছবি আয় করেছে এক মিলিয়ন ডলার।
ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুসারে, এরই মধ্যে ‘জওয়ান’ সিনেমাটি প্রায় ১ মিলিয়ন ডলার আয় করেছে বাংলাদেশে। যা বাংলাদেশি মুদ্রায় ১১ কোটি ২ লাখ ৫৯ হাজার ১০০ টাকা। আর ঢাকায় মুক্তি পাওয়া এটিই একমাত্র বলিউড সিনেমা, যা এই অঙ্ক ছুঁয়েছে।
মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) নিজের টুইটারে একটি পোস্ট করেন সিনেমার বাণিজ্য বিশ্লেষক রামেশ বালা। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘জওয়ান’ প্রথম ভারতীয় সিনেমা হিসেবে ১ মিলিয়ন ডলারের রেকর্ড করতে যাচ্ছে বাংলাদেশে।
জানা যায়, ভারতীয় বক্স অফিসে সিনেমাটির আয় ৬৭৩.৭৫ কোটি রুপি। আর গ্লোবাল বক্স অফিসে মাত্র ১৯ দিনে আয় ১০০০ কোটি ছাড়িয়ে।
আরও পড়ুন: পরীমনি-বুবলীর ‘খেলা হবে’
গেল ৭ সেপ্টেম্বর বাংলাদেশে মুক্তি পায় ‘জওয়ান’। সিনেমাটি যৌথভাবে আমদানি করেছে অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট ও রংধনু গ্রুপ। দেশের মোট ৪৬টি প্রেক্ষাগৃহে মুক্তি পায় সিনেমাটি।
রেড চিলিজ এন্টারটেইনমেন্ট প্রযোজিত ও অ্যাটলি কুমার পরিচালিত ‘জওয়ান’ সিনেমায় শাহরুখ ছাড়া আরও অভিনয় করেছেন, নয়নতারা, দীপিকা পাডুকোন, বিজয় সেতুপতি, সানিয়া মালহোত্রা, প্রিয়ামণি, সঞ্জিতা, লেহের খান, সঞ্জয় দত্ত, সুনীল গ্রোভারসহ অনেকেই।
আরও পড়ুন: নতুন গানে এফ এ প্রিতম
প্রসঙ্গত, কিং খানের ‘পাঠান’ ও ‘জওয়ান’ দুটি সিনেমাই সুপার হিট। এরই মধ্যে ঘোষণা এলো এ বছরের ডিসেম্বরে মুক্তি পাবে ‘ডাংকি’ সিনেমাটিও। চার বছর পর প্রত্যাবর্তন করে ভক্তরা হয়তো এভাবেই দেখতে চেয়েছিলেন বলিউডের এই বাদশাকে। এখন দেখার পালা কেমন ঝড় তোলে শাহরুখের পরবর্তী সিনেমা ‘ডাঙ্কি’। সূত্র : বিজনেস টুডে
জেবি/এসবি