শ্রেষ্ঠ চিত্রগ্রাহকের বাবিসাস অ্যাওয়ার্ড পেলেন মিঠু মনির
সাইফুল বারী
প্রকাশ: ০৩:২৯ অপরাহ্ন, ১৮ই সেপ্টেম্বর ২০২৩
বাংলাদেশ বিনোদন সাংবাদিক সমিতি (বাবিসাস) আয়োজিত পারফরমেন্স অ্যাওয়ার্ড ২০২২ এর শ্রেষ্ঠ চিত্রগ্রাহক ক্যাটাগরিতে নির্বাচিত হয়েছেন মনির হোসেন (মিঠু মনির)। তিনি এই অ্যাওয়ার্ড অর্জন করেছেন অরণ্য পলাশ পরিচালিত 'গন্তব্য' শিরোনামের চলচ্চিত্রে অনবদ্য চিত্রগ্রহণের জন্য। সম্প্রতি ঢাকার খামারবাড়িস্থ কৃষিবীদ ইনস্টিটিউট এর মিলনায়তনে অনুষ্ঠিত এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে অ্যাওয়ার্ড প্রদান করা হয়। নির্বাচিত সকল ক্যাটাগরির শিল্পী ও কলা-কুশলীদের হাতে অ্যাওয়ার্ড তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ সরকারের ত্রাণ, দুর্যোগ ও পুনর্বাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান।
উক্ত অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে বাংলাদেশের চলচ্চিত্র, টেলিভিশন, সংগীত, নৃত্য, মঞ্চ ও ফ্যাশন ভুবনের গুণী শিল্পী এবং কলা-কুশলীদের ২০২২ সালের শ্রেষ্ঠ কর্মের স্বীকৃতি স্বরূপ এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে।
বিনোদন সাংবাদিকদের খ্যাতিমান সংগঠন বাবিসাস থেকে 'গন্তব্য' চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ চিত্রগ্রাহকের অ্যাওয়ার্ড অর্জন করায় মিঠু মনির বলেন, আমি ভীষণ আনন্দিত। আমার কর্ম ও শ্রমের এই মৃল্যায়ন আমাকে আরও বেশি দায়িত্ববোধে আবদ্ধ করলো। কর্মের প্রতি শক্তি জোগালো। আমি আমার জীবনের আরও সেরা কিছু যেনো বাংলাদেশের বিনোদন জগৎকে দিয়ে যেতে পারি; সেই চেষ্টা ও লক্ষ্য থাকবে আমৃত্যু। বাবিসাসকে বিশেষ ধন্যবাদ আমাকে সম্মানিত করার জন্য।
গুণী চিত্রগ্রাহক মিঠু মনির নরসিংদী জেলার, রায়পুরা থানার, হাসনাবাদ গ্রামে জন্মগ্রহণ করেন। স্বপ্ন বাস্তবায়ন জন্য গ্রাম ছেড়ে ঢাকা শহরে এসে পারি দিয়েছেন বহু চড়াই-উৎরাই এর পথ। তিনি এ পর্যন্ত চারশতাধিক একক নাটক, অর্ধশতাধিক ধারাবাহিক নাটক, শতাধিক টেলিফিল্ম, দুই শতাধিক বিজ্ঞাপন, বিভিন্ন ওটিটি প্লাটফর্মের জন্য বেশকিছু ওয়েব কনটেন্ট ও ওয়েভ সিরিজের চিত্রগ্রহণ করেছেন সফলতার সাথে।এছাড়া তিনি বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ পুলিশ এবং গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিভিন্ন উন্নয়নমূলক তথ্যচিত্রে চিত্রগ্রহণের কাজ করেছেন। বাংলাদেশ চলচ্চিত্র চিত্রগ্রাহক সমিতির সদস্য মিঠু মনিরের চিত্রগ্রহণে নির্মিত এবং নির্মিতব্য চলচ্চিত্রগুলোর মধ্যে উল্লেখযোগ্য চলচ্চিত্র হলো- 'গন্তব্য', 'হৃদয় জুড়ে', 'মেকাপ', 'এ্যানকাউন্টার', 'বেসামাল', 'দ্বিতীয় লিঙ্গ', ইত্যাদি। এছাড়া গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুদানপ্রাপ্ত, মেধাবী চিত্রপরিচালক অনিরুদ্ধ রাসেলের 'জামদানি' চলচ্চিত্রে কাজ করছেন। শীঘ্রই শুটিং শুরু করবেন 'দহনকাল' ও 'ইলিশ' নামের দু'টি চলচ্চিত্রের। এছাড়াও মিঠু মনিরের ক্যারিয়ারে রয়েছে আইসিসি টি-টুয়েন্ট বিশ্বকাপ ২০১৪ এবং বিবিসি এর মতো আন্তর্জাতিক প্লাটফর্মে কাজ করার অভিজ্ঞতা।
জেবি/এসবি