Logo

অপু বিশ্বাসের নামে থানায় জিডি

profile picture
জনবাণী ডেস্ক
২০ সেপ্টেম্বর, ২০২৩, ০২:০১
অপু বিশ্বাসের নামে থানায় জিডি
ছবি: সংগৃহীত

অপু বিশ্বাস ছাড়াও সাধারণ ডায়েরিতে জাহিদুল ইসলাম অপু নামে আরেকজনকে বিবাদী করা হয়েছে।

বিজ্ঞাপন

ঢাকাই ছবির জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাসের নামে থানায় জিডি করা হয়েছে। তার বিরুদ্ধে অভিযোগ এনেছেন চলচ্চিত্র প্রযোজক ও চিত্রনায়িকা সিমি ইসলাম কলি।

সোমবার ( ১৮ সেপ্টেম্বর) রাতে রাজধানীর হাতিরঝিল থানায়  জিডি করেছেন ওই প্রযোজক। জিডি নম্বর-১১১৫। অপু বিশ্বাস ছাড়াও সাধারণ ডায়েরিতে জাহিদুল ইসলাম অপু নামে আরেকজনকে বিবাদী করা হয়েছে।

বিজ্ঞাপন

বিষয়টি নিয়ে থানায় গিয়ে কলি পুলিশকে জানান, তার একটি ইউটিউব চ্যানেল হ্যাক করেছেন দুই অপু। অভিযুক্ত জাহিদুল ইসলাম অপু ১ লাখ টাকার বিনিময়ে হ্যাক করা ইউটিউব চ্যানেলটি ফেরত দেওয়ার আশ্বাসও দিয়েছিলেন তাকে। কিন্তু চ্যানেল তো ফেরত দেননি, উল্টো তাকে বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছে।

বিজ্ঞাপন

টাকা না দিলে কলি ইউটিউব চ্যানেলটি তো পাবেনই না বরং আরও নতুন ঝামেলায় তাকে জড়াতে হবে বলে ভয় দেখান জাহিদুল অপু।

বিজ্ঞাপন

বিষয়টি সাইবার ক্রাইমের আওতায় পড়ায় এবং নিজের নিরাপত্তার স্বার্থে দ্রুত রাজধানীর হাতিরঝিল থানায় চিত্রনায়িকা অপু বিশ্বাস এবং জাহিদুল ইসলাম অপুর নামে জিডি করেন কলি।

বিজ্ঞাপন

ওই জিডিতে উল্লেখ করা হয়-

বিজ্ঞাপন

এই মর্মে জানাচ্ছি যে, “আমি গত ২০১৬ সালের জুনে Hi sk Films int ও SKfilmsint 7712 খুলি। বিবাদী অপু বিশ্বাস (৩৫) ও জাহিদুল ইসলাম অপু (৩০) গত ২৯-০৮-২৩ তারিখে আনুমানিক ৭টায় আমার ইউটিউব চ্যানেল হ্যাক করেন। গত ৩১-০৮-২৩ তারিখ সকাল ৮টার সময় ২ নম্বর বিবাদী ১ নম্বর বিবাদীর সঙ্গে কথা বলিয়ে দেবে বলে জানান।”

বিজ্ঞাপন

জিডিতে আরও উল্লেখ করা হয়, “পরে ২ নম্বর বিবাদীর সঙ্গে মোবাইলে কথা বললে এক লাখ টাকা দাবি করেন। এ টাকা দিলে আমার ইউটিউব চ্যানেল দিয়ে দেবে, টাকা না দিলে ফেরত দেবে না বলে বিভিন্ন প্রকার ভয়ভীতি প্রদান করেন। বিষয়টি সাইবার ক্রাইম শাখায় কথা বলে সাধারণ ডায়েরি করা হলো।”

জেবি/এসবি

বিজ্ঞাপন

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD