পাকিস্তানের জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা


Janobani

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৭:১৬ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৩


পাকিস্তানের জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা
ফাইল ছবি

পাকিস্তানের সাধারণ নির্বাচনের সম্ভাব্য তারিখ জানিয়েছে দেশটির নির্বাচন কমিশন ইসিপি। আগামী বছরের ২৪ জানুয়ারি দেশটিতে জাতীয় নির্বাচন অনষ্ঠিত হবে। 


বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর)  ইসিপির এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।  


সংবাদমাধ্যম ডন জানিয়েছে, চলতি বছরের নভেম্বরে এই নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও দেশের কিছু আসনের সীমানা পুনর্নির্ধারণের কারণে তা কয়েক সপ্তাহ পিছিয়ে দেওয়া হয়েছে। 


আরও পড়ুন: সৌদিতে কর্মক্ষেত্রে যৌন হয়রানি করলেই ৫ বছরের জেল


ইসিপি বলছে, “নতুন আসনগুলোর চূড়ান্ত তালিকা প্রস্তুত শেষে আগামী ৩০ নভেম্বরের মধ্যে তা প্রকাশ করা হবে। এরপর ৫৪ দিনের নির্বাচনী বিভিন্ন প্রক্রিয়া যেমন— মনোনয়ন দাখিল, প্রার্থিতা যাচাইবাছাই ও প্রচারণা কাজ চলবে।”


বিবৃতিতে বলা হয়, নির্বাচনী প্রচারণা কার্যক্রম শেষ হওয়ার পর জানুয়ারির শেষ সপ্তাহে নির্বাচন অনুষ্ঠিত হবে।


আরও পড়ুন: কানাডার নাগরিকদের ভিসা দেওয়া স্থগিত করল ভারত


গেল ৯ আগস্ট জাতীয় পরিষদ ভেঙে দেন পাকিস্তানের প্রেসিডেন্ট আরিফ আলভি। জাতীয় পরিষদ ভেঙে দেওয়ার পরবর্তী ৯০ দিনের মধ্যে সাধারণ নির্বাচন আয়োজনের কথা দেশটির সংবিধানের ৪৮ (৫) অনুচ্ছেদে বলা আছে। জাতীয় পরিষদ ভেঙে দেওয়ার ৮৯তম দিন আগামী ৬ নভেম্বর।


জেবি/এসবি