নতুন গানে এফ এ প্রিতম


Janobani

সাইফুল বারী

প্রকাশ: ০৬:৩০ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৩


নতুন গানে এফ এ প্রিতম
এফ এ প্রিতম

এ সময়ের সংগীতশিল্পী এফ এ প্রীতম। তরুণ এ সংগীতশিল্পীর সুর ও সংগীত আয়োজনে গানগুলো সমালোচকদেরও প্রশংসা কুড়িয়েছে বেশ। এবার তার সুর, সংগীত আয়োজন তার পাশাপাশি কণ্ঠে নতুন গান প্রকাশ করেছেন।


গানের শিরোনাম ‘ও জানের জান’। গানটি লিখেছেন সালাউদ্দিন সাগর। এতে এফ এ প্রীতমের সঙ্গে কণ্ঠ দিয়েছেন মৌমিতা আফরোজ।


এ প্রসঙ্গে এফ এ প্রীতম বলেন, চেষ্টা করি সব সময় শ্রোতাদের নতুন গান দিয়ে আপডেট রাখতে। গানের সঙ্গেই যেহেতু বসবাস, তাই এ মাধ্যমে নিয়মিত থাকার চেষ্টা করি। বরাবরের মতো নতুন গানটিও শ্রোতাদের ভালো লাগবে বলে আমার বিশ্বাস।


তিনি আরও বলেন, সম্প্রতি একটি সিনেমার কাজে ব্যস্ত সময় পার করছি। এ মুহূর্তে সিনেমার নাম বলতে পরছি না। সেই সিনেমায় বলিউডের খ্যাতিমান এক গায়ক কণ্ঠ দেবে দুই একদিনের মধ্যে। তাছাড়াও নতুন করে কণ্ঠশিল্পী তোসিবা বেগম একটা কাজ করছি।


‘ও জনের জান’ গানটি বিন হাই নামক ইউটিউব চ্যানেল প্রকাশ পেয়েছে।