ভারতে গণেশ বিসর্জনের সময় পানিতে ডুবে ৪ জনের মৃত্যু


Janobani

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৫:০৬ অপরাহ্ন, ২৭শে সেপ্টেম্বর ২০২৩


ভারতে গণেশ বিসর্জনের সময় পানিতে ডুবে ৪ জনের মৃত্যু
ছবি: জনবাণী

ভারতের মধ‍্যপ্রদেশে গণেশ বিসর্জনের সময় পানিতে ডুবে ৪ জনের মৃত্যু। এ ঘটনায় আশংকাজনক ২ জন। 


পুলিশ সূত্রে জানা গেছে, ১০ দিন ব‍্যাপী উৎসব শেষে মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর ) সন্ধ‍্যায় গণেশ বিসর্জন হয়। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে ভারতের মধ‍্যপ্রদেশের দাতিয়া জেলার নিরাওয়াল বিদানিয়া গ্রামে। গণেশ বিসর্জনে সামিল ছিলেন একদল কিশোর -কিশোরী।


আরও পড়ুন: আবার ইন্টারনেট বন্ধ, উত্তপ্ত ভারতের মণিপুর


এদিন বিসর্জনের সময় আচমকা ৭ জন জলে ডুবে যায়। তাদের মধ‍্যে ৩ জন কিশোরী ছিল। স্থানীয়রা কোনও মতে ৩ জনকে উদ্ধার করতে পারলেও বাকি ৪ জন ডুবে যায়।


আরও পড়ুন: মসজিদে ঢুকে জয় শ্রীরাম ধ্বনি, গ্রেফতার ২


পুলিশ জানিয়েছে, ৩ জনকে উদ্ধার করা হলেও ২ জনের শারীরিক অবস্থা সংকটজনক হয়ে পড়ে। তাদের গোয়ালিয়রের হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।


জেবি/এসবি