‘কখনো, কোথাও বলিনি ৫ ম্যাচের বেশি খেলব না’
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: ০৫:৩১ অপরাহ্ন, ২৭শে সেপ্টেম্বর ২০২৩

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) গতকাল বুধবার (২৭ সেপ্টেম্বর) রাতে বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করেছে। যেখানে সবচেয়ে বড় চমক তামিম ইকবালের স্থান না পাওয়া।
নির্বাচকদের ব্যাখ্যা- চোটের কারণে এ অভিজ্ঞ ওপেনারকে বিশ্বকাপ স্কোয়াডে নেওয়া হয়নি।
এদিকে গুঞ্জন রটেছে, তামিম বিশ্বকাপে ৫ ম্যাচের বেশি খেলতে পারবেন না- এমন শর্ত দেওয়ায় তাকে দলে রাখা হয়নি। তবে, ভিডিও বার্তায় এমন কথা উড়িয়ে দিয়েছেন তামিম।
আরও পড়ুন: বিশ্বকাপের উদ্দেশে দেশ ছাড়ল টাইগাররা
তিনি বলেন, “কেউ কেউ বলছে, আমি নাকি বলেছি ৫ ম্যাচের বেশি খেলব না। এটা মিথ্যা। আমি কখনো, কোথাও বলিনি ৫ ম্যাচের বেশি খেলব না।”
জেবি/এসবি