অন্তঃসত্ত্বা প্রেমিকাকে বিয়ে না করায় প্রেমিক গ্রেফতার
সুজন চক্রবর্তী, আসাম (ভারত)
প্রকাশ: ০৩:১৯ অপরাহ্ন, ২৮শে সেপ্টেম্বর ২০২৩
বিয়ের প্রতিশ্রুতি দিয়ে প্রেমিকার সাথে শারীরিক সম্পর্ক। এরপর প্রেমিকা অন্তঃসত্ত্বা হয়ে পড়লে বিয়ে করতে অস্বীকার।
প্রেমিকার এমণ অভিযোগের ভিত্তিতে প্রেমিক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ভারতের উত্তরবঙ্গের শিলিগুড়ির প্রধান নগর থানা অন্তগর্ত গুলমা চা বাগান এলাকার ঘটনা।
জানা যায়, গৌতম মুন্ডার সঙ্গে ২২ বছরের এক যুবতীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। অভিযোগ, যুবতীকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শারীরিক সম্পর্ক তৈরি করে সে। এরপর প্রেমিকা অন্তঃসত্ত্বা হয়ে পড়লে বিয়ে করতে অস্বীকার করে প্রেমিক।
ঘটনার পর মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর ) মহিলা থানায় অভিযোগ দায়ের করে যুবতী। সেই অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত প্রেমিককে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২৭ সেপ্টেম্বর ) ধৃতকে শিলিগুড়ি আদালতে প্রেরন করা হয়। এ নিয়ে এলাকায় মুখরোচক আলোচনার সৃষ্টি হয়েছে।
আরএক্স/