ভারতে নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে বাস, নিহত ৮


Janobani

সুজন চক্রবর্তী, আসাম (ভারত)

প্রকাশ: ১১:১১ পূর্বাহ্ন, ১লা অক্টোবর ২০২৩


ভারতে নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে বাস, নিহত ৮
ছবি: সংগৃহীত

ভারতের তামিলনাড়ুতে পর্যটক বোঝাই বাস খাদে পড়ে ৮ জনে প্রাণহানি হয়েছে। নিহতদের মধ‍্যে ৩ জন মহিলা। আহত হয়েছেন কমপক্ষে ৩৫ জন। 


পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার (৩০ সেপ্টেম্বর) গভীর রাতে ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর নীলগিরি জেলায়। বাসটি কোয়েম্বাটোর জেলার উটি থেকে মেট্টুপালায়মের দিকে যাচ্ছিল। মাঝপথে কুনুয়ের কাছে দুর্ঘটনাটি ঘটে। বাসে ৫৫ জন পর্যটক ছিলেন।


আরও পড়ুন: অল্পের জন্য শাটডাউন এড়ালো যুক্তরাষ্ট্র


প্রাথমিক তদন্তে জানা যায়, বেপরোয়া গতিতে চলছিল বাসটি। আচমকা বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। কুনুরের কাছে মারাপালামে ১০০ ফুট গভীর খাদে পড়ে যায় বাসটি। ঘটনাস্থলে ৮ জনের মৃত্যু হয়েছে। ৩৫ জন আহতকে উদ্ধার করে অ‍্যাম্বুল‍্যান্সে করে কুনুর সরকারি হাসপাতালে প্রেরন করা হয়েছে। 


আরও পড়ুন: ২০ টনের ক্রেন মাটিতে বসে টেনে বিশ্ব রেকর্ড


তামিলনাড়ুর মুখ‍্যমন্ত্রী স্ট‍্যলিন দুর্ঘটনায় নিহত ও আহতদের জন‍্য আর্থিক ক্ষতিপূরণ ঘোষণা করেছেন। নিহতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা, গুরুতর আহতদের ১ লক্ষ টাকা, কম আহতদৃর ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে।


জেবি/এসবি