নারীসহ ২ ক‍্যাডারকে মৃত্যুদণ্ড আলফার


Janobani

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৩:৩৪ অপরাহ্ন, ৩রা অক্টোবর ২০২৩


নারীসহ ২ ক‍্যাডারকে মৃত্যুদণ্ড আলফার
ছবি: জনবাণী

আসাম আলফা শিবিরে আবারও অশান্তির সৃষ্টি হয়েছে। ক‍্যাডারদের রক্তে রঞ্জিত আলফা ক‍্যাম্প। আলফা (স্বাধীন) ১ নারীসহ ২ ক‍্যাডারকে মৃত্যুদণ্ড দিয়েছেন বলে জানা গেছে। 


আলফা (স্বাধীন) সংগঠন বিরোধী কার্যকলাপে জড়িত থাকার জন‍্য এই শাস্তি দেওয়া হয়েছে।


গুপ্তচর বৃত্তির দায়ে পরেশ বাহিনী এই ২ ক‍্যাডারকে মৃত্যুদণ্ড দিয়েছে বলে অভিযোগ।


আরও পড়ুন: তুরস্কে বোমা হামলা, গ্রেফতার ৬৭


নিহতের নাম লাচিত হাজরিকা ওরফে সেলিম আলি, বর্ণালী ওরফে নয়নমণি চেতিয়া নামে ১ জন মহিলা ক‍্যাডারকে মৃত্যুদণ্ড দিয়েছে।


আরও পড়ুন: মহারাষ্ট্রের হাসপাতালে একদিনে ২৪ জনের মৃত্যু


নয়ণমনি চেতিয়া ছিলেন একজন প্রতিভাবান ক্রীড়াবিদ ও সন্তানের মা। এদিকে লাচিত হাজারিকা ওরফে সেলিম আলির বাড়ি বিহপুরিয়ায়।


জেবি/এসবি