আসামে বিছানা থেকে মহিলার কংকাল উদ্ধার
সুজন চক্রবর্তী, আসাম (ভারত)
প্রকাশ: ১১:২৯ পূর্বাহ্ন, ৪ঠা অক্টোবর ২০২৩
আসামরাজ্যে চাঞ্চল্যকর ঘটনার খবর পাওয়া গেছে। জানা যায়, ৭৫ বছর বয়সী এক মহিলার কংকাল উদ্ধার করা হয়েছে। ঘটনাটি আসামের যোরহাটের বাহনার ধাওয়াপুখুরি গ্রামের।
মহিলার মৃতদেহ তার বাড়িতে পাওয়া গেছে। মৃত মহিলার নাম অনুপমা দত্ত (৭৫)। প্রকাশ, অনুপমা তাঁর মেয়েকে নিয়ে ধাওয়াপুখুরি গ্রামে থাকতেন।
মহিলার মেয়ে মানসিকভাবে বিপর্যস্ত ছিল এবং তার ছেলে, কাজের জন্য রাজ্যরে বাইরে ছিল, তার মাকে সময়মতো খাবার দেওয়ার জন্য একটি হোটেল ঠিক করে রেখেছিল ছেলেটি।
এলাকার বাসিন্দারা জানান, হোটেলটি খাবার দিতে অবহেলা করে আসছে। মহিলার ছেলেটি সময়মতো হোটেলে টাকা না দেওয়ায় হোটেল খাবার দেওয়া বন্ধ করে দেয় বলে সন্দেহ করছেন তারা।
ওই মহিলা কোনও রোগে ভুগছিলেন না বলে স্থানীয়রা জানিয়েছেন। মহিলার বিছানায় কংকাল পাওয়া গেছে। প্রায় ১০ থেকে ১৫ দিন আগে মৃত্যু ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। পুলিশ মৃতদেহের কংকাল উদ্ধার করে ঘটনার তদন্ত অব্যাহত রেখেছে।
আরএক্স/