অতিবৃষ্টিতে বন্যার আশঙ্কা পশ্চিমবঙ্গে


Janobani

সুজন চক্রবর্তী, আসাম (ভারত)

প্রকাশ: ১২:০২ অপরাহ্ন, ৪ঠা অক্টোবর ২০২৩


অতিবৃষ্টিতে বন্যার আশঙ্কা পশ্চিমবঙ্গে
ভারী বৃষ্টি। ছবি: সংগৃহীত

বৃষ্টি শুরু হয়েছে কলকাতাসহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। বুধবার (৪ অক্টোবর ) সকালেও অব‍্যাহত। কলকাতাসহ হাওড়া, নদিয়া, উত্তর দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর সহ অন‍্যান‍্য প্রান্তে হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।


বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপের জেরে এই বৃষ্টি। যা বৃহস্পতিবার (৫ অক্টোবর ) অবধি চলবে বলে জানিয়েছে হাওয়া অফিস। কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 


এদিকে টানা বৃষ্টি ও জলাধারগুলির থেকে জল ছাড়ার কারণে বর্ধমান, বাঁকুড়া, বীরভূম, পশ্চিম মেদিনীপুর, হুগলি এবং হাওড়ায় বন‍্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা। জেলা প্রশাসনকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছে রাজ‍্য সরকার। 


এদিকে, দুর্যোগের জেরে সমুদ্র সৈকতে পর্যটকদের সমুদ্র স্নানে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। মৎস‍্যজীবীদের ও সমুদ্রে যেতে বারণ করা হয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলিতে আবার ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।


আরএক্স/