ভারতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ৬
সুজন চক্রবর্তী, আসাম (ভারত)
প্রকাশ: ১১:৫৮ পূর্বাহ্ন, ৯ই অক্টোবর ২০২৩
ভয়াবহ সড়ক দুর্ঘটনা ভারতের উত্তরাখন্ডের নৈনিতালে। পাহাড়ি রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে যায় বাস। দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৬ জন পর্যটক। আহত আর ও ২৭ জন।
পুলিশ সূত্রে জানা যায়, দুর্ঘটনাটি ঘটেছে রবিবার (৮ অক্টোবর ) রাত ৮ টায়। নৈনিতালের কলাধুন্দি এলাকায়। বাসটিতে মোট ৩৩ জন যাত্রী ছিলেন। তাঁরা সকলেই পর্যটক। হরিয়ানার বাসিন্দা। নৈনিতালে বেড়াতে এসেছিলেন। ফেরার পথেই দুর্ঘটনাটি ঘটেছে।
বাসটি পাহাড়ি রাস্তার ১০০ মিটার গভীর খাদে পড়ে যায়। দুর্ঘটনার খবর পেয়েই পুলিশ ও বিপর্যয় মোকাবিলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে।
আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। কিভাবে বাসের চালক নিয়ন্ত্রণ হারালেন, তা খতিয়ে দেখছে পুলিশ।