সিকিম বিপর্যয়ে মৃতের সংখ্যা ছাড়াল ৭০
সুজন চক্রবর্তী, আসাম (ভারত)
প্রকাশ: ১১:১০ পূর্বাহ্ন, ১০ই অক্টোবর ২০২৩
মেঘভাঙা বৃষ্টি, হ্রদে ফাটল, হড়পা বানে লন্ডভন্ড ভারতের সিকিম। দিনে দিনে বেড়েছে মৃতের সংখ্যা। সিকিমে হড়পা বানে ৯ সেনা সহ মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭০ এর বেশি।
সিকিম রাজ্য বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষ এসএসডিএমএ-র দেওয়া তথ্য অনুযায়ী, এখনও নিখোঁজ শতাধিক।
২ হাজার ৫৬৩ জনকে এখন পর্যন্ত উদ্ধার করা হয়েছে। ২৮টি ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন ৬ হাজার ৮০০র বেশি মানুষ। বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত প্রায় দেড় হাজার মানুষ।
ভারতীয় সেনাবাহিনীর তরফে জানানো হয়েছে, সেনার তরফ থেকে চেষ্টা চালানো হচ্ছে পরিস্থিতি স্বাভাবিক করার। বিভিন্ন ক্ষতিগ্রস্ত গ্রামগুলিকে পুণরায় সংযুক্ত করার চেষ্টা চলছে। ৬৩ জন বিদেশীসহ প্রায় ২ হাজার পর্যটককে নিরাপদে সরিয়ে আনা হয়েছে বলে জানা গেছে।
তাদের জন্য সরবরাহ করা হচ্ছে খাবার, ওষুধ, ফোন এবং যোগাযোগ ব্যবস্থার সহায়তা দেওয়া হচ্ছে। একটি হেল্পলাইন ব্যবস্থা করা হয়েছে, যার মাধ্যমে পর্যটকরা তাদের বার্তা পরিবারের সদস্যদের কাছে পৌঁছে দিতে পারছেন।
বিমানে করে পর্যটকদের সরিয়ে নেওয়ার ব্যবস্থা শুরু হয়েছে সোমবার (৯ অক্টোবর ) থেকে।
আরএক্স/