ভারতে বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১০


Janobani

সুজন চক্রবর্তী, আসাম (ভারত)

প্রকাশ: ১১:১৭ পূর্বাহ্ন, ১০ই অক্টোবর ২০২৩


ভারতে বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১০
ছবি: সংগৃহীত

ভারতের তামিলনাড়ুর বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ। মৃত কমপক্ষে ১০,  মৃতদের মধ্যে রয়েছেন ৩ মহিলা। আহত ১৩ জন। মৃত ও আহতদের পরিবারের জন‍্য আর্থিক সাহায্য ঘোষণা করেছেন রাজ‍্যের মুখ‍্যমন্ত্রী এমকে স্ট‍্যালিন। 


সোমবার (৯ অক্টোবর ) সকালে তামিলনাড়ুর ভিরাগালুর গ্রামের আরিয়ালুর অঞ্চলের একটি বাজি কারখানায় আগুন লাগে। ঘটে প্রচন্ড বিস্ফোরণ। খবর পেয়ে দমকল বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। 


সেখান থেকে ১৩ জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়। প্রত‍্যেককে আরিয়ালুর সরকারি হাসপাতালে চিকিৎসার জন‍্য পাঠানো হয়েছে। এই দুর্ঘটনার পর নিহত ও আহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন মুখ‍্যমন্ত্রী এমকে স্ট‍্যালিন। 


গোটা পরিস্থিতি খতিয়ে দেখার জন‍্য তিনি রাজ‍্যের পরিবহণ মন্ত্রী এসএস শিবশংকর ও শ্রমমন্ত্রী সিভি গণেশনকে নির্দেশ দিয়েছেন। 


একই সঙ্গে মৃতদের পরিবারের জন‍্য ৩ লক্ষ ও আহতদের পরিবারের জন‍্য ১ লক্ষ টাকার আর্থিক সাহায্য ঘোষণা করেছেন মুখ‍্যমন্ত্রী।


আরএক্স/