৩ দিন বন্ধ থাকবে মেট্রোরেল


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০৬:৫৮ অপরাহ্ন, ১০ই অক্টোবর ২০২৩


৩ দিন বন্ধ থাকবে মেট্রোরেল
ঢাকা মেট্রোরেল । ছবি: সংগৃহীত

এমআরটি লাইন সিক্স এর সিস্টেম ইন্টিগ্রেশন করার জন্য  আগামী শনিবার ও রবিবার (১৪ ও ১৫ অক্টোবর) মেট্রোরেলের বাণিজ্যিক চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড।


মঙ্গলবার (১০ অক্টোবর) মেট্রোরেল চলাচল সাময়িক বন্ধের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।


বিজ্ঞপ্তিতে বলা হয়, এমআরটি লাইন-৬ এর উত্তরা থেকে আগারগাঁও অংশ এবং আগারগাঁও থেকে মতিঝিল অংশের সিস্টেম ইন্টেগ্রেশন করার জন্য আগামী শনিবার ও রবিবার (১৪ ও ১৫ অক্টোবর) উত্তরা উত্তর হতে আগারগাঁও অংশের মেট্রোরেলের বাণিজ্যিক চলাচল বন্ধ থাকবে।


আরও পড়ুন: শরীর ও মনের সুস্থতা জরুরি: বিএসএমএমইউ উপাচার্য


এছাড়াও শুক্রবার (১৩ অক্টোবর) সাপ্তাহিক বন্ধ থাকাই মেট্রোরেল চলাচল এদিনও বন্ধ থাকবে।


আরও পড়ুন: শেখ মুজিবের মেয়ে দুর্নীতি করে না: প্রধানমন্ত্রী


প্রসঙ্গত, গেল বছরের ২৮ ডিসেম্বর উত্তরা থেকে আগারগাঁও অংশে মেট্রোরেল চলাচলের উদ্বোধন করা হয়। ইতোমধ্যে এই অংশের সবগুলো স্টেশন চালু হয়েছে। এখন মেট্রোরেল সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত চলাচল করছে। 


জেবি/এসবি